Advertisement
Advertisement
Pakistan

ফুল সাজানো গাড়ি নয়, পাকিস্তানে জেসিবি মেশিনে বাড়ি ফিরলেন নবদম্পতি!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Pakistani Couple Says No To Cars, Takes A Ride In JCB Instead | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:October 3, 2021 9:19 pm
  • Updated:October 3, 2021 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাটি খুঁড়ছে জেসিবি মেশিন। গত বছর করোনার সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। ‘জেসিবি কি খুদাই’ নামে একাধিক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। এমনকী জেসিবি মেশিনে চড়ে বিয়ে সারতেও দেখা গিয়েছে। এবার সামনে এল সেইরকমই একটি ছবি। যেখানে নবদম্পতি বিয়ে সেরে গাড়ি নয়, জেসিবি মেশিনে চড়ে ফিরলেন।

Advertisement

শুনতে অবাক লাগলেও সম্প্রতি পাকিস্তানে (Pakistan) সামনে এসেছে এমনই এক দৃশ্য। যেখানে ফুল দিয়ে সাজানো গাড়ি নয়, জেসিবি মেশিনের সামনে দাঁড়িয়ে বাড়ি ফিরছেন বর এবং কনে। আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই অবাক হয়ে যান নেটিজেনরা।

[আরও পড়ুন: ‘কন্যা কম পড়িয়াছে’! পাত্রী না পেয়ে রাইস কুকারকেই বিয়ে করে বসলেন যুবক! তারপর…]

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি সাংবাদিক গুলাম আব্বাস শাহ নিজের টুইটার হ্যান্ডেলে ওই ভিডিওটি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে বিয়ের পর, নবদম্পতি জেসিবির সামনে দাঁড়িয়েই বিয়ের পর বাড়ি ফিরছেন। তাঁদের পায়ের কাছে রাখা বক্সে বাজছে বলিউডি ছবির গান। এমনকী সেখানে ওই দম্পতির বসার জায়গাও ছিল। যদিও তাঁরা গোটা রাস্তায় দাঁড়িয়েই ছিলেন।

জানা গিয়েছে, ওই নবদম্পতি পাকিস্তানের হুঞ্জা ভ্যালির বাসিন্দা। এরপর ভিডিওতে দেখা গিয়েছে, গন্তব্যে পৌঁছনোর পর ওই নবদম্পতি বাড়ির লোক বাজিও ফাটান। এদিকে, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অনেকেই সেটি দেখে বেশ মজাও করেছেন। কেউ কেউ তাঁদের এই অভিনব যাত্রার প্রশংসাও করেছেন।

 

[আরও পড়ুন: এই ১ টাকার নোট থাকলেই হাজার হাজার টাকার মালিক হতে পারেন, জানেন কীভাবে?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement