সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরুপতির বালাজি (Tirumala Tirupati Balaji temple) দর্শনে এবার বাধ্যতামূলক লাঠি। তীর্থযাত্রীদের সঙ্গে রাখতেই হবে একটি শক্তপোক্ত লাঠি। পাহাড়ি পথে ট্রেকিংয়ের সুবিধার জন্যে এই ব্যবস্থা? না, তারচেয়ে ভয়ংকর বিষয়। সাম্প্রতিককালে বালাজি দর্শনে গিয়ে বন্যপ্রাণীর হামলার মুখে পড়েছেন ভক্তেরা। ভবিষ্যতে এমন হামলা রুখতেই লাঠি রাখার নির্দেশ দিয়েছে থিরুমালা মন্দির কমিটি। কমিটির তরফেই লাঠি দেওয়া হবে প্রত্যেক তীর্থযাত্রীকে।
গত সপ্তাহে মন্দিরের পথে পাহাড়ি রাস্তায় চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে ৬ বছরের এক শিশুকন্যার। এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতেই একাধিক সিদ্ধান্ত নিয়েছে থিরুমালা তিরুপতি দেবস্থানাম কমিটি। প্রথমত, দলবদ্ধভাবে থাকতে বলা হয়েছে পুণ্যার্থীদের। একটি দলে কম করে একশজন থাকবেন। সঙ্গে থাকবে মন্দিরের নিযস্ব নিরাপত্তারক্ষী। পাশাপাশি মন্দির কমিটির নির্দেশ, পুণ্যার্থীদের প্রত্যেকের সঙ্গী হবে একটি লাঠি। যাতে করে তাঁরা প্রাথমিকভাবে বন্যপ্রাণীর হামলা রুখতে সক্ষম হন।
থিরুমালা তিরুপতি দেবস্থানাম কমিটির চেয়ারপার্সন বি কারুনকর বলেন, “সমস্ত তীর্থযাত্রীদের একটি লাঠি দেব আমরা। পুণ্যার্থীর সংখ্যা যাই হোক লাঠির অভাব হবে না। এইসঙ্গে ভক্ত ও খাবারের দোকানগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে, রাস্তায় বা রাস্তার পাশে খাবার ফেলা যাবে না কোনওভাবেই। ওই খাবার খেতেই বন্যপ্রাণীরা হাজির হচ্ছে। মন্দিরের পথে বাঁদরকে খাওয়ানোও যাবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.