Advertisement
Advertisement
Python

কুয়োয় অজগরের মরণপ্যাঁচ, যন্ত্রণায় ছটফট করছেন প্রৌঢ়! তার পর…

মৃত্যুতেই কি মুক্তি মিলল?

Man trapped by big python what happens next is unbelievable!
Published by: Kishore Ghosh
  • Posted:February 27, 2025 5:14 pm
  • Updated:February 27, 2025 5:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৭ সালে গোটা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছিল ব্রাজিলিয়ান-আমেরিকান ছবি অ্যানাকোন্ডা’। লুইস লোস পরিচালিত ওই ছবিতে আমাজনের জল-জঙ্গলে বাস করা বিশ্বের দীর্ঘতম সাপ দেখে হাড়হিম হয়ে গিয়েছিল আপমর দর্শকের। প্রায় তেমন সাইজের একটি সাপ কুয়োর ভিতরে পেঁচিয়ে ধরেছে এক প্রৌঢ়কে। ছটফট করছেন তিনি। যেন কিছুতেই আসন্ন মৃত্যু থেকে মুক্তি নেই মানুষটার! এমন সময় ত্রাতা হলেন একদল যুবক। তার পর কী হল। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

গত ২৩ ফেব্রুয়ারি ‘ফাইটার ৩.০’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শ্যাওলা ধরা একটি কুয়োয় ঘোল জল। সেখানে হাবুডাবু খাচ্ছেন এক প্রৌঢ়। আসলে তাঁকে পেঁচিয়ে ধরেছে একটি বিরাট চেহারার অজগর সাপ। সেই ‘মরণপ্যাঁচ’ থেকে কিছুতেই নিজেকে ছাড়াতে পারছেন না প্রৌঢ়। যখন মনে হচ্ছিল দানবীয় সাপের খাবর হবেন প্রৌঢ়, তখনই ভগবানের দূত হয়ে ঘটনাস্থলে হাজির হন কয়েক জন যুবক।

জল কম ছিল কুয়োতে। ওই যুবকেরা এই সুযোগ কাজে লাগিয়ে সাপটির লেজ ধরে ফেলেন। এর পর ধীরে ধীরে সাপটিকে জল থেকে টেনে তুলতে সক্ষম হন তাঁরা। এর পর ধীরে ধীরে কুয়ো থেকে উঠে আসেন প্রৌঢ়ও। বরাতজোরে প্রাণ রক্ষা পায় তাঁর। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। যা দেখে অনেকই আঁতকে উঠছেন। এক জন লিখেছেন, “কী ভয়ংকর। ওই যুবকেরা যদি উদ্ধার করতে না আসতেন, তা হলে বড় বিপদ হয়ে যেত।” ভয় পেতে ভালোবাসা মানুষের সৌজন্যে লক্ষ লক্ষ ভিউ হয়েছে ভিডিওটির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ