প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেলিভারি বয়ের হাত থেকে পাওয়া পার্সেল খুলেই চমকে উঠলেন ব্যক্তি! মিউজিক সিস্টেমের ভিতরে ভরা আস্ত বোমা। কিন্তু কে পাঠাল বোমা ভর্তি বাক্স! আসলে প্রেমিকার স্বামীকে হত্যা করতেই এই ছক কষেছিল প্রেমিক। এমনটাই জানাল ছত্তিশগড় পুলিশ।
গ্রামের বাসিন্দা আফজর খান সম্প্রতি একটি বড়সড় পার্সেল পান। অনলাইনে তেমন কোনও অর্ডার করেননি। আর এতবড় উপহার কেউ পাঠাবে, ভাবতেই পারেননি আফজর। কিন্তু পোস্ট অফিসের লোগো দেখে সন্দেহ হতেই পুলিশের দ্বারস্থ হন তিনি। বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পার্সেলটি খুলে দেখে ভিতরে রয়েছে একটি লোভনীয় মিউজিক সিস্টেম। কিন্তু সেই মিউজিক সিস্টেম খুলে দেখতেই চক্ষু চড়কগাছ পুলিশের।
দেখা যায় ভিতরে রয়েছে একটি বড় বোমা। পরীক্ষানিরীক্ষার পর দেখা যায় তাতে রয়েছে প্রায় ২কেজি বিষ্ফোরক। শুধু তাই নয়, স্পিকারের সঙ্গে এমনভাবে বোমাটি জোড়া রয়েছে, যাতে বিদ্যুতের সংযোগে এলেই বিষ্ফোরণটি ঘটে। বিস্ফোরক উদ্ধার করে ঘটনার তদন্তে নামে পুলিশ। জানতে পারে এর পিছনে রয়েছে খয়রাগড় গ্রামের এক ইলেকট্রিক মিস্ত্রি যাঁর নাম বিনয় বর্মা। তাঁকে জিজ্ঞাসাবাদের পর এক অবৈধ বিস্ফোরক চক্রের আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আফজর খানকে খুনের চেষ্টা বানচাল করার পাশাপাশি এলাকার অবৈধ বিস্ফোরক পাচার চক্রকে ধরা গিয়েছে। জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। গুগল সার্চ করেই নাকি মিউজিক সিস্টেমের ভিতরে বোমাটি সেট করেছিল অভিযুক্ত ইলেকট্রিক মিস্ত্রি বিনয়। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে আফজর খানের সদ্যবিবাহিত স্ত্রীকে বহুদিন আগে থেকেই পছন্দ করতেন বিনয়। প্রেমের পথের কাঁটাকে দূর করতেই এত বড় পরিকল্পনা করেছিল সে। ষড়যন্ত্রে যুক্ত থাকা ও বিস্ফোরক পাচারের কারণে ইতিমধ্যেই ৬জনকে গ্রেপ্তার করেছে ছত্তিশগড় পুলিশ। এর পিছনে আরও বড় কোনও চক্র রয়েছে কিনা তদন্ত চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.