সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ অনেক অদ্ভুত ঘটনা দেখতে পাই আমরা। যার মধ্য়ে অনেকগুলি আমাদের হতবাক করে দেয়। সম্প্রতি সেই রকমই একটি ভিডিও পোস্ট করেছেন (IFS)-এর আধিকারিক সুশান্ত নন্দা। আর ওড়িশায় কর্মরত ওই আধিকারিকের পোস্ট করা ৯ সেকেন্ডের ভিডিওটি দেখে বিস্মিত হয়ে পড়েছেন নেটিজেনরা।
The original cat walk 👍🏻
Advertisement— Susanta Nanda IFS (@susantananda3)
বহুল আলোচিত ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঢেউখেলানো সবুজ ঘাসে ভরা মাঠের বুক চিরে একটি রাস্তা চলে গিয়েছে। আর সেই রাস্তার ওপর দিয়ে দুলকি চালে হেঁটে যাচ্ছে অনেকগুলি সিংহ ও সিংহী। ভিডিওটির ওপরে সুশান্ত নন্দা লিখেছেন, এটাই হল আসল ক্যাটওয়ার্ক। সত্যি কথা বলতে গেলে ওরা আমাদের থেকেও ভাল করছে।
Here is one question in my Mind sir “generally alone lion lives in his territory, but under what circumstances they pool up in pride ?”
— sadan sharma (@sadan_jnu)
ভিডিওটি দেখার পর নেটিজেনদের কেউ কেউ জানতে চেয়েছেন এটা কোথাকার ঘটনা। অনেকে আবার ভিডিওটির আর অংশ আছে কিনা জানতে চেয়েছেন। এর উত্তরে সুশান্ত নন্দা জানিয়েছেন, এটা সম্ভবত দক্ষিণ আফ্রিকার একটি ফার্মে। তাঁর কাছে ৪৫ সেকেন্ড ভিডিও আছে। আর সেটি শেষ পর্যন্ত দেখলে আরও ভাল লাগবে।
কারণ, এর শেষদিকে একটি মুহূর্তে সিংহগুলি যে গাড়ি থেকে ভিডিও তোলা হচ্ছে তার খুব কাছে চলে আসে। তারপর একদৃষ্টিতে তাকিয়ে থাকে ক্যামেরার দিকে। যা পুরো ঘটনাটির সবচেয়ে আকর্ষণীয় অংশ।
Wow what a sight envy the ones who could witness this catwalk .
— Savita (@saavy_m)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.