সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলদে সবুজ ওরাংওটাং, ইট পাটকেল চিৎপটাং। বহুদিন আগে পরশপাথর নামে একটি বাংলা সিনেমায় এই মন্তব্য করেছিলেন তৎকালীন সময়ের বিখ্যাত কমেডিয়ান তুলসী চক্রবর্তী। আজও সেই ওরাংওটাংরা কখনও শিরোনামে আসে সেলফি তুলে। কখনও এরা বা আসে সাহায্যের হাত বাড়িয়ে। এবার দ্বিতীয় ঘটনা ঘটল দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপের সংরক্ষিত অরণ্যে। এর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। যা দেখে ওরাংওটাংয়ের মানবিকতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি নদীর পাশে ঝোপঝাড় রয়েছে। সেই ঝোপের মধ্যে থাকা নদীর কাদায় আটকে পড়েছেন একজন ব্যক্তি। বুক পর্যন্ত জলে নিমজ্জিত। তাঁকে উদ্ধারের জন্য ঝোপে দাঁড়িয়ে একটি ওরাংওটাং (Orangutan)। নদীর দিকে পুরো ঝুঁকে পড়ে ওই ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিয়েছে সে। ভাবখানা এমন যে পাঁকে পড়েছ, চিন্তা নেই। আমি আছি, উঠে এসো।
সম্প্রতি এক বন্ধুর সঙ্গে ওই দ্বীপে সাফারিতে গিয়েছিলেন অনিল প্রভাকর নামে এক ব্যক্তি। আর গত বৃহস্পতিবার ওরাংওটাং সারভাইভাল ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। যাতে ওরাংওটাংয়ের মানবিকতা মুগ্ধ করেছে নেটিজেনদের।
ওই ওরাংওটাং সাহায্যের হাত বাড়ালেও বিপদে পড়া মানুষটি তার হাত ধরেননি বলে জানিয়েছেন অনিল। বন্যপ্রাণী বলেই নাকি ওরাংওটাংয়ের হাত ধরেননি ওই ব্যক্তি। যদি এই ঘটনার ছবি দেখে প্রায় সকলেই বলছেন, এমন মুহূর্তের সাক্ষী হতে পেরে ভাল লাগছে। চোখের সামনে না হলেও ফ্রেমেই যে এমন বিরল মুহূর্ত ধরা পড়েছে সেজন্য অনিল প্রভাকরকে ধন্যবাদ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.