সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর একজন মিছিল করে হেঁটে যাচ্ছেন। তাঁদের প্রত্যেকের সঙ্গে একটি করে সাপ। কী ভাবছেন কোনও সিনেমার দৃশ্য! না না তেমনটা একদমই নয়, এই ছবি বাস্তবের। বিহারের সমস্তিপুর জেলার এমন বেশ কয়েকটি ভিডিও সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। আর যা দেখে শিউরে উঠছেন নেটনাগরিকরা।
জানা গিয়েছে, নাগপঞ্চমীতে বুড়ি গণ্ডক নদীর তীরে জড়ো হন শয়ে শয়ে ভক্ত। তাঁদের প্রত্যেকর সঙ্গেই থাকে সাপ। কেউ হাতে নিয়ে ঘোরেন, আবার কেউ মাথার উপরে রাখেন। এই রীতি শতাব্দীপ্রাচীন। সিংঘিয়া বাজারে মা ভগবতী মন্দিরে প্রথমে পুজো করা হয়। তারপর সেখান থেকে মিছিল করে নদীর পাড়ের দিকে এগিয়ে যান।
The festival of is celebrated with great pomp in district. In the fair, a large number of people keep snakes hanging around their necks like toys.
— VARTA ( वार्ता ) (@varta24news)
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ছোটো থেকে বড়ো, সকলের হাতেই রয়েছে একটি করে সাপ। কেউ সেটাকে গলায় জড়িয়ে রেখেছেন। কেউ আবার মাথার উপরে রেখেছেন। কাউকে কাউকে তো দেখা যাচ্ছে, সাপের মুখে জিভ দিচ্ছেন।
नरहन एस्टेट (समस्तीपुर) का यें लड़का खेलता है कोबरा से
कोबरा वो सांप है जिसके काटते ही लोग सीधे पहुंच जाते है परलोक
आप ऐसी गलती न करें
नागपंचमी पर नरहन एस्टेट मे निकलता है साँपो मेला
कई सौ वर्षो पुराना है परम्परा— Sandhya Yadav (@Sandhyayadav_1)
জানা গিয়েছে, এই মেলায় সমস্তিপুর ছাড়াও বিহারের মিথিলা এলাকার খাগড়িয়া, সহরসা, মুজফ্ফরপুর-সহ একাধিক জায়গা থেকে ভক্তরা আসেন। সকলের সঙ্গে একটি করে সাপ থাকে। পুজো শেষে সেই সাপগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। মেলায় আসা ভক্তরা জানিয়েছেন, এই ঐতিহ্য বহু বছরের পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই ঐতিহ্যকে পালন করা হচ্ছে। এই পুজোর একাধিক রেওয়াজ রয়েছে। অনেকেই সন্তান প্রাপ্তি, পরিবারের সুখ শাস্তির জন্য একাধিক মানসিক করে থাকেন। সেই মনস্কামনা পূরণ হলে পরের বছরের পুজোর সময় ‘ঝাঁপ’ ও প্রসাদ অর্পণ করেন। স্থানীয়দের কথায়, এতদিন ধরে সাপ নিয়ে মিছিল করলেও আজ পর্যন্ত একজনকেও সাপে কামড়ায়নি। তবে এই মিছিলের ভিডিও দেখে শিউরে উঠছেন নেটনাগরিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.