Advertisement
Advertisement
Company

ডেটে যাওয়ার জন্য মিলবে ছুটি, কাটা যাবে না মাইনেও! কোথায় আছে এমন অফিস?

অভিনব এই পরিকল্পনা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে।

Company Offers Paid Date Leave To Employees

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 6, 2024 5:57 pm
  • Updated:September 6, 2024 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনে নতুন মানুষ এসেছে। কোথায় একটু প্রেম করবেন তার উপায় নেই। অফিসে কাজের চাপে নাজেহাল। চুটিয়ে প্রেম করার সময় কোথায়? কিন্তু এবার এই সমস্যার মুশকিল আসান করবে অফিসই। ডেটে যাওয়ার জন্য মিলবে ছুটি। কাটা যাবে না মাইনেও! গল্পকথা নয় কিন্তু। বাস্তবেই রয়েছে এমন অফিস। তবে ভারতে নয়, রয়েছে থাইল্যান্ডে। 

Advertisement

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী থাইল্যান্ডের একটি মার্কেটিং সংস্থা তাদের কর্মীদের টিন্ডার ডেটে যাওয়ার জন্য ছুটি দিচ্ছে। শুধু তাই নয়। ডেটিং অ্যাপ টিন্ডারের গোল্ড ও প্ল্যাটিনাম সাবস্ক্রিপশনের খরচও দেবে ওই কোম্পানি। এমনটাই জানিয়ে লিঙ্কডিনে পোস্টও করেছে তারা। সেখানে জানানো হয়েছে, ‘আমাদের কর্মীরা কারও সঙ্গে ডেটে যাওয়ার জন্য টিন্ডার অ্যাপ ব্যবহার করতে পারেন। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি দেওয়া হবে। এর জন্য কোনও বেতন কাটা হবে না।’

[আরও পড়ুন: দশহাজার সন্তানের বাবা! আকারে মিনিবাসের সমান বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির হেনরি

জানা গিয়েছে, ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কোম্পানিতে। জুলাই মাস থেকেই ডেটে যাওয়ার জন্য ছুটি দেওয়া হচ্ছে কর্মীদের। তবে মোট কতগুলো ছুটি নিতে পারবেন কর্মীরা ডেটে যাওয়ার জন্য, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে সংস্থার তরফে নেওয়া এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকেই। কর্মীদের স্বাস্থ্য ও মন ভালো রাখতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে ওই সংস্থা। কারণ কর্মীরা খুশি থাকলে,তাঁদের মন ভালো থাকলে কাজেও আগ্রহ বাড়বে। মান বাড়বে কাজের।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement