Advertisement
Advertisement
Off Beat

এভাবেও পোজ দেওয়া যায়! ছবি তুলতে বিয়ের রাতেই গায়ে আগুন দিলেন দম্পতি, ভিডিও ভাইরাল

ইতিমধ্যেই ৭০ হাজার লোক দেখে ফেলেছে এই অবাক করা ভিডিও।

Bride and groom set themselves on fire on wedding day | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 13, 2022 8:03 pm
  • Updated:May 13, 2022 8:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে একটা গান খুবই জনপ্রিয়। পোলা তো পোলা নয় আগুনের গোলা! কিন্তু সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও দেখে গানের লাইন পালটে হয়ে যেতে পারে, শুধু পোলা নয়, মাইয়াও আগুনের গোলা! ভাবছেন এসব কি? গপ্পোটা একটু খোলসা করে বলা যাক।

Advertisement

বহুদিন ধরে প্রেমে হাবুডুবু খাওয়ার পর সম্প্রতি বিয়ে করলেন পেশায় স্টান্টম্যান গ্যাব জেসপ ও অ্যাম্বি মিসেল। আর বিয়ের পর যে কাণ্ডটা ঘটালেন দুজনে মিলে, তা দেখেই চক্ষু চড়কগাছ সবার।

[আরও পড়ুন: মাঝ আকাশে অসুস্থ পাইলট, নিরাপদে বিমান অবতরণ করালেন ‘অনভিজ্ঞ’ যাত্রী ]

তা কী করলেন এই নব দম্পতি?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

সবে বিয়েটা শেষ হয়েছে। হঠাৎ করেই ছবি বর কনের ছবি তোলার জন্য এগিয়ে এলেন ক্যামেরা ম্যানের দল। তবে নতুন কিছু করার ছক করছিলেন গ্যাব ও মিসেল। যেমন ভাবা তেমনি কাজ। টুক করে পিঠের মধ্যে আগুন লাগিয়ে ফেললেন গ্যাব ও মিসেল। তারপর হাতে হাত ধরে এগিয়ে গেলেন অতিথিদের দিকে। এই কাণ্ড দেখে সবাই তো অবাক। কিন্তু স্টান্টম্যান ও স্টান্টউইম্যান হওয়ায় এ কাজ তো তাঁদের কাছে ছিল জলভাত। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই রাতারাতি তুমুল ভাইরাল। ইতিমধ্যেই ৭০ হাজার লোক দেখে ফেলেছে এই অবাক করা ভিডিও।

[আরও পড়ুন: জাতীয় সড়কে উলটে গেল ১০ লক্ষ টাকার মদবোঝাই ট্রাক, হামলে পড়ল সুরাপ্রেমীরা ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ