সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাস করার মতো কোনও জায়গা ছিল না। শেষপর্যন্ত পরিত্যক্ত রেলের দু’টি কামরাকেই নতুন করে ক্লাসরুমের মতো সাজিয়ে তোলা। আর তাতেই শিশুদের পড়ানো। সম্প্রতি সামনে এসেছে মাইসোরের অশোকপুরান প্রাইমারি স্কুলের (Ashokapuran Primary School) এই অভিনব ভাবনার খবর। করোনা আবহে বন্ধ থাকলেও লকডাউনের আগেই এভাবেই রেলের দু’টি পরিত্যক্ত কামরায় বসত স্কুল। সমাজকর্মী সোনাল কাপুর সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করতেই মুহূর্তে স্কুলের ছবিটি ভাইরাল হয়। অনেকেই এই ভাবনার প্রশংসা করেন।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্লাস নেওয়ার জায়গা না থাকায় সমস্যা হচ্ছিল। তার মধ্যেই এই পরিত্যক্ত কামরা দু’টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। তারপরই তাঁরা মাইসোর (Mysore) সেন্ট্রাল ওয়ার্কশপের কর্মীদের সহায়তায় এই দু’টি কামরার ভোলই পালটে দেন। ওই ওয়ার্কশপের কর্মীরা নিজেরাই কামরা দু’টিকে রং করে, সাজিয়ে ক্লাস নেওয়ার উপযুক্ত বানান। লাইট–ফ্যান লাগিয়ে দেন। পড়ুয়াদের জন্য ভাল শৌচালয়ের ব্যবস্থাও করেন।
এদিকে, সোনালের এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়। অনেকেই এই কাজের ভূয়সী প্রশংসাও করেন। এরপর সোনাল আরও জানান, ক্লাসরুমের এই পরিবর্তনের পর কিন্তু স্কুলে উপস্থিতির হারও বেড়ে গিয়েছিল।
Classrooms made from abandoned train carriages! Ashokapuran Primary school creatively transformed 2 discarded railway coaches into classrooms. Mysore Central Workshop staff voluntarily refurbished walls, fans, lights & toilets. Post this attendance of students has increased.
— Sonal Kapoor (@ArtForCause)
Its a fab idea n easier to offer a proper facility.
— AnuMeera (@AnuMeera2024)
Wow what am initiative. Best wishes.
— Subbu 🇮🇳 (@rajasubbume)
Reminds me of Toto Chan 🙂
— Arindita Gogoi (@inkcollector)
This is a fab idea. What I love is the washroom so accessible to the class!
— Vijay Raj (@rajvj)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.