Advertisement
Advertisement
fake wedding

বরযাত্রী আছে বর নেই, কনে না থাকলেও কানায় কানায় ভরা বিয়েবাড়ি! আজব কাণ্ড দিল্লিতে

খাওয়া দাওয়া, পানাহার থেকে শুরু করে ডিজে সবেরই ব্যবস্থা ছিল পুঙ্খানুপুঙ্খ। শুধু ছিল না বর-কনের উপস্থিতি।

A party in Delhi is called 'Jumma Ki Raat', which is a fake wedding without a bride and groom
Published by: Buddhadeb Halder
  • Posted:July 4, 2025 4:32 pm
  • Updated:July 4, 2025 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বলে আমাকে দেখ, তো ও বলে আমাকে! নেট দুনিয়ায় এই দেখানোর ব্যাপারটা এমনিতেই খুব বেশি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই দেখা এবং দেখানোর চল দিন দিন বাড়ছে। ভাইরাল হচ্ছে হাজারো ঘটনা। আধুনিক জীবনের প্রতিটা মুহূর্তের আপডেট আমরা সামাজিক মাধ্যমে শেয়ার করে তবেই দম ফেলি। সম্প্রতি দিল্লির একটি ভুয়ো বিয়ের পার্টির ভিডিও ও ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আর তারপর থেকেই নেট মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

বিদেশের মাটিতে ‘ফেক ওয়েডিং’ পার্টির চল নতুন নয়। কিন্তু ভারতের রাজধানি খোদ দিল্লিতে সম্প্রতি ঘটা এক ঘটনায় তাজ্জব সকলে। দিল্লির একটি রেস্তরাঁর ছাদে আয়োজন করা হয়েছিল এই ভুয়ো বিয়ের অনুষ্ঠান। নাম দেওয়া হয়েছিল ‘জুম্মা কি রাত’। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রায় কয়েকশো অতিথি। টিকিটের মাধ্যমেই অনুষ্ঠানটিতে অংশ গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছিল আগ্রহীদের।

বিবাহ মানব সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ। যুগের পর যুগ ধরে তা বিকশিত হয়েছে, এবং বিভিন্ন সংস্কৃতিতে বিবাহ ভিন্ন ভিন্ন রূপে আজও বিদ্যমান। কিন্তু দিল্লির এই ভুয়ো বিয়ের পার্টি সম্প্রতি কোনও নিয়ম ও ঐতিহ্যকে তোয়াক্কা না করেই শুধুমাত্র মৌজ-মস্তির জন্যই পালন করল এই অনুষ্ঠান। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আর দশটা বিবাহ অনুষ্ঠানের মতোই ছিল এর আয়োজন। খাওয়া দাওয়া, পানাহার থেকে শুরু করে ডিজে সবেরই ব্যবস্থা ছিল পুঙ্খানুপুঙ্খ। শুধু ছিল না বর-কনের উপস্থিতি। অর্থাৎ ‘বিবাহ’-এর প্রধান চরিত্রই এখানে অনুপস্থিত। শুধুমাত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাচা-গানা-খানা নিয়েই ব্যস্ত থেকেছেন অভ্যাগতরা। হইহুল্লোর ও পার্টির ডিস্কো থেক সবই ছিল। এমনকী পার্টির থিম রাখা হয়েছিল বিবাহ সঙ্গীত। এহেন ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ আমজনতার। ভুয়ো বিবাহের আসরে মত্ত অতিথিদের ছবি দেখে জোর চর্চা চালাচ্ছেন নেটিজেনরাও।

গত বছর মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠান গোটা দেশকে তাক লাগিয়ে দিয়েছিল। সেই বিয়ের আগে জামনগর ও ইতালিতে দুটি বড় প্রাক-বিবাহ অনুষ্ঠানও জমকালো চমকে অনুষ্ঠিত হয়েছিল। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হঠাৎ করে বর-বউ হীন এই ভুয়ো বিয়ের পার্টি হঠাৎ করে আবারও গোটা দেশের আলোচনার বিষয় হয়ে উঠবে, তা আর কে-ই বা জানত?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement