সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন আর মাথা সবসময় একই খাতে চলে না। মন কখনও এক কথা বললে মাথা চলে অন্য পথে। লজিক কোন কিছু মেনে নিতে চাইলেও অনেক সময় আবার মন সাড়া দেয় না। আবার অনেক সময়, মন পুরনো দিনের পন্থা মেনে চললেও মানসিকতা বুঝে নেয় নতুনকে আপন করে নেওয়ার সময় এসেছে। আবার উল্টোটাও হয় অনেক সময়। সেকেলে লজিক আর নতুন ঘরানার মন নিয়ে জটিলতা তৈরি হয় মানুষের জীবনে।
আপনি কি আধুনিক যুগের লজিক আর সাবেকি মনের অধিকারী? নাকি আপনার মন আর মানসিকতা দুই’ই নতুন যুগের সঙ্গে মিলিয়ে নিয়েছে তাল? নাকি আপনি এখনও লজিক এবং হৃদয়ে সেই সাবেক কালের মানুষ? এই সবই বলে দিতে পারে আপনার রাশিফল। আপনি পুরাতনপন্থী না নতুনপন্থী তা জেনে নিন রাশিফল অনুযায়ী।
আধুনিক মন, সেকেলে মানসিকতা: লিব্রা, ক্যানসার, অ্যাকোয়ারিয়াস
আধুনিক মন, আধুনিক মানসিকতা: এরিস, জেমিনি, স্যাজিটেরিয়াস
সেকেলে মন, আধুনিক মানসিকতা: টরাস, লিও, পাইসেস
সেকেলে মন, সেকেলে মানসিকতা: ভার্গো, স্করপিও, ক্যাপ্রিকর্ন
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.