সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ের তলায় সরষে যাঁদের বেশিদিন তাঁরা কোথাও বেড়াতে না গিয়ে থাকতে পারেন না। ভ্রমণপিপাসুদের কাছে নিজেকে ভালো রাখার এই একটাই ওষুধ তা হল বেড়াতে যাওয়া। তবে দুই থেকে তিন হওয়ার পর সেই বেড়াতে যাওয়ার মতো বিষয়ে খানিক ছেদ পড়ে। অনেকেই সন্তান কিছুটা বড় না হওয়া অবধি কোথাও যেতে সাহস পান না। আবার কেউ কেউ নিজেদের সাহস জুগিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েন নবজাতককে সঙ্গে নিয়েই। তাই নবজাতককে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করলে ব্যাগ গোছানোর সময় অবশ্যই সঙ্গে নিন এই জিনিসগুলি।
অবশ্যই সঙ্গে অতিরিক্ত ডায়াপার রাখবেন। তবে একই জায়গায় নয়। আলাদা ব্যাগ বা জিপ লক ব্যাগ, যেখানে বৃষ্টির জলে ডায়াপার নষ্ট হবে না সেভাবেই রাখবেন।
অবশ্যই সঙ্গে রাখবেন হ্যান্ড স্যানিটাইজার ও বেবি ওয়াইপস। বাচ্চাকে হাত-মুখ পরিষ্কার করানর সময় অথবা ডায়াপার পালটানোর সময় ওয়াইপস প্রয়োজন পড়বে।
বাচ্চাকে খাওয়ানোর সময় যাতে অপরিচ্ছন্নতা এড়াতে ছোট চামচ, বিব, পরিষ্কার কাপড় সঙ্গে অবশ্যই রাখবেন।
বেবি ক্যারিয়ার নিলে অবশ্যই মাথায় রাখবেন তা যেন ওয়াটারপ্রুফ হয়। একইভাবে স্ট্রলার ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। নজরে রাখতে হবে যে তা যেন অবশ্যই ঢাকা দেওয়া হয়। বাচ্চার গায়ে যাতে বৃষ্টির জল না লাগে।
অবশ্যই মনে করে জীবাণুমুক্ত করা দু’টি বোতল সঙ্গে রাখবেন। শুধু তাই নয়, পোকামাকড় থেকে রেহাই পেতে অবশ্যই সঙ্গে মশা ও পোকামাকড়ের হাত থেকে বাঁচতে সঙ্গে সেরকম লোশন রাখুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.