বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: সামনেই লম্বা ছুটি! পুজোয় শহরের কোলাহল থেকে দূরে অনেকেই একান্তে সময় কাটাতে চান! আপনিও কি সেই দলে? তাহলে এই নিরিবিলি সময় কাটানোর ফাঁকেই দেখে ফেলুন পৃথিবীর প্রাচীনতম প্রাণীদের অন্যতম স্যালামান্ডার! অথবা বিশ্বের সেরা চা উৎপাদন হয় যেখানে, সেই চা বাগান! আপনার গন্তব্য হোক কার্শিয়াং পাহাড়ের জঙ্গল ও চা বাগান ঘেরা ‘দিলাররাম গ্রাম’। এই পাহাড়ি উপত্যকায় হাতের কাছে ধরা দেয় মেঘ! যা দেখে আপনার মনে হবেই কবি জয় গোস্বামীর ‘মেঘ বালিকা’র রূপকথার জগতের কথা। একেবারে চোখের পলক পড়তে কখন শরীর ভিজিয়ে উড়ে যাবে পেজা তুলোর মতো মেঘ! আবার কখনও হাওয়ায় ভেসে জলকণা চুলের ডগায় আটকে মুক্তোর মতো ঝলমল করে দোল খাবে!
কার্শিয়াং পাহাড়ের কোলে ‘দিলারাম’ একটি ছোট্ট গ্রাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একেবারে অফবিট এই গ্রামের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। কার্শিয়াং থেকে ৮ কিলোমিটার। শহরের কোলাহল থেকে অনেক দূরে ‘দিলারামে’র নিরিবিলি পরিবেশে আপনি পেয়ে যাবেন রকমারি পাখি দেখার সুযোগ। ইচ্ছে হলে লেকের জলে ছিপ ফেলে মাছ ধরার সুযোগ রয়েছে! চা বাগানের সবুজ গালিচার পেট চিরে যাওয়া আঁকাবাকা পথে পা রেখে গ্রামে ঘুরে বেড়ানোর সময় মনপ্রাণ জুড়িয়ে যাবে।
‘দিলারামে’ রয়েছে প্রাচীন শিবের মন্দির। রয়েছে বৌদ্ধ সন্ত গুরু রিম্পোচের পাথর খোদাই করা মূর্তি। দিলারাম থেকে দশ কিলোমিটার দূরে পেয়ে যাবেন ভানজাং স্যালামান্ডার হ্রদ। এখানে দেখা মিলবে হিমালয় স্যালামান্ডারের। অবশ্যই ঘুরে দেখে নিন। অন্যদিকে মার্গারেট’স হোপ টি এস্টেট। এখানেই বিশ্বের সেরা চা উৎপাদিত হয়। দিলারামে থেকে ঘুরে নিতে পারেন চটকপুর ভিউপয়েন্টে ম্যাগনোলিয়া, বাদাম এবং এলাচ বাগান। এখানে ট্রেকিংয়ের সাধপূরণের সুযোগ পাবেন।
কোথায় কোথায় যাওয়া যাবে?
পাহাড়ি গ্রাম ‘দিলারাম’ থেকে সহজেই ঘুরে নেওয়া যায় মিরিক, রংবাং অথবা দার্জিলিং শহর। ভাড়াগাড়িতে পৌঁছে যেতে পারবেন সেখানে। এক্ষেত্রে ভাড়া পড়বে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে! দিলারাম থেকে ছোট গাড়িভাড়া পাওয়া যায়। দার্জিলিং থেকে দিলারাম পর্যন্ত লোকাল ট্যাক্সি চলে। এছাড়াও এখানে রাস্তার পাশে ‘পথে সাথী’ পেয়ে যাবেন। যেখানে খুবই স্বল্পমূল্যে থাকার সুযোগ রয়েছে। যদিও গ্রামের ভিতরে বেশ কয়েকটি সস্তা অথচ আরামদায়ক হোম স্টে’তে থাকারও সুযোগ রয়েছে। মাথাপিছু ভাড়া দেড় হাজার টাকার মধ্যে। হোম স্টেগুলিতে শিশুদের খেলার মাঠ, ব্যালকনিতে বসে একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন।
দিলারাম যাবেন কীভাবে?
শিলিগুড়ি, বাগডোগরা অথবা এনজেপি স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে দিলারাম গ্রামে পৌঁছে যাওয়া যায়। এর আগে শিয়ালদহ থেকে ট্রেনে চেপে এনজেপি স্টেশন কিংবা বাসে শিলিগুড়ি পৌঁছে যান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.