Advertisement
Advertisement

লাগবে না ফোন, এবার আঙুলের ছোঁয়াতেই হবে আর্থিক লেনদেন! জানুন কীভাবে

যন্ত্রটির দাম হবে ২০০০ টাকারও কম।

Thumbpay to be launched soon for Aadhaar enabled bank transaction using thumb
Published by: Kousik Sinha
  • Posted:September 18, 2025 3:37 pm
  • Updated:September 18, 2025 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ডিজিটাল ইন্ডিয়ার যুগে ছোট থেকে বড় ব্যবসা সব ক্ষেত্রেই বর্তমানে ইউপিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ! এবার সেই দুনিয়ায় এক নয়া দিশা দেখাচ্ছে প্রক্সিজি (Proxgy) নামে একটি সংস্থা। এই সংস্থা বাজারে আনছে একটি নতুন ডিভাইস। যার নাম থাম্ব পে (Thumbpay)। থাম্ব অর্থাৎ বুড়ো আঙুল দিয়ে স্পর্শ করেই লেনদেন করা যাবে ওই ডিভাইসের মাধ্যমে। ওই ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে ইউপিআই-এর সঙ্গে আধার লিঙ্ক করা থাকবে, যার ফলে ফোন, কার্ড বা ওয়ালেট কোনও কিছুই আর লাগবে না। এতে ডিজিটাল লেনদেন আরও সহজ হবে।

Advertisement

কিন্তু কীভাবে কাজ করবে এই ডিভাইস? এই পেমেন্ট ডিভাইসে না লাগবে নগদ, না লাগবে কোনও কিউআরকোড। নয়া এই ডিভাইস ব্যবহার করতে গেলে ডিভাইসে বুড়ো আঙুল ছোঁয়াতে হবে! এরপর আধার এনেবেল্ড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচয় যাচাই করা হবে, তারপর ইউপিআই-এর মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার হবে টাকা। পুরো প্রক্রিয়া হবে খুবই সহজের। প্রক্সিজি নামক ওই সংস্থার সিইও পুলকিত আহুজা জানিয়েছেন, ”গত এক দশক ধরে ভারত ইউপিআই এবং আধার তৈরি করতে অনেক কাজ করা হয়েছে, আর সেই দুটি ক্ষেত্রকে মেলানোর কাজই করবে থাম্ব পে।”

তবে প্রতারণা বন্ধ করা সম্ভব! সংস্থার দাবি, প্রতারণা ঠেকাতে ওই ডিভাইসে লাগানো থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়া পরিচ্ছন্নতার জন্য থাকছে ইউভি স্টেবিলাইজেশন পদ্ধতি, ভেরিফিকেশন এর জন্য থাকবে ক্যামেরা। এছাড়াও কিউআরকোড ও এনএফসি পেমেন্টের অপশনও থাকছে নয়া এই ডিভাইসে। এছাড়া যে অঞ্চলে নেটওয়ার্ক দুর্বল, সেখানে এই ডিভাইসের মাধ্যমেই ওয়াইফাইও ব্যবহার করা যাবে। ইউপিআই সাউন্ড বক্স হিসেবেও এটি ব্যবহৃত হতে পারে।

থাম্ব পে নামে ওই যন্ত্রটির দাম হবে ২০০০ টাকারও কম। একেবারে ব্যাটারিতে চালানো সম্ভব হবে। বড় আউটলেট থেকে শুরু করে ছোট ছোট দোকান বা রিটেল মার্কেটেও এই ডিভাইস ব্যবহার করা যাবে। যেহেতু এটি আধার লিঙ্ক করা ব্যাংক আকাউন্টের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে তাই কোনও রেজিস্ট্রেশন ছাড়াই এটি ব্যবহার করা সম্ভব। ডিভাইসের পাইলট ট্রায়াল ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার ইউআইআই এর সঙ্গে কমপ্লায়েন্স তৈরি করাই হবে দ্বিতীয় ধাপ, সেটা সম্পূর্ণ হলেই ব্যাংক ও ফিনটেক সংস্থাগুলির সঙ্গে সংযোগ তৈরি করবে এই ডিভাইস। সংস্থার সিইওর কথায়, যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না বিশেষত বয়স্ক মানুষ তারাও এই ডিভাইসের মাধ্যমে অনায়াসেই পেমেন্ট করতে পারবেন। ফলে ডিজিটাল লেনদেন আরও সহজ হবে বলেই মনে করছেন আধিকারিকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement