Advertisement
Advertisement
Digital Arrest

ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খোয়ালেন লক্ষ লক্ষ টাকা

ইডির নাম করে প্রতারণা করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপিকা।

Odisha university Vice Chancellor Loses 14 Lakh in Digital Arrest
Published by: Subhankar Patra
  • Posted:February 26, 2025 12:42 pm
  • Updated:February 26, 2025 7:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ডিজিটাল অ্যারেস্টের প্রতারণা ফাঁদ! এবার সেই জালে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ওড়িশার এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নাম করে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত অধ্যাপিকা ওড়িশার বেরহামপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য গীতাঞ্জলি দাস। তিনি পুলিশকে জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। রিসিভ করলে অন্যপ্রান্ত থেকে নিজেকে ইডির অফিসার বলে পরিচিয় দেন এক পুরুষ কণ্ঠ। সেই ব্যক্তি অধ্যাপিকাকে জানান, তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ইডি একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

এরপরই ওই অধ্যাপিকাকে জানানো হয় তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। এটাও বলা হয় ১৪ লক্ষ টাকা দিলে তাঁকে জামিন দেওয়া হবে। সব কিছু শুনে ভয় পেয়ে প্রতারকদের কথা মতো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৪ লক্ষ টাকা দিয়েও দেন তিনি।

ব্যস! টাকা নিয়ে হাওয়া প্রতারক। আর ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে পুলিশকে জানিয়েছেন অধ্যাপিকা। তিনি আর্থিক প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে পুলিশে অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণা বেশি করে সামনে আসছে। সিবিআই, ইডি ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করে বলা হচ্ছে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে অপরাধের জেরে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে। জামিন পেতে গেলে টাকা দিতে হবে। টাকা মিলে গেলেই বেপাত্তা তারা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন কোণা থেকে ডিজিটাল অ্যারেস্টের শিকার হওয়ার খবর আসতেই থাকছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ