Advertisement
Advertisement
Allahabad High Court

পোস্টে লাইক করা আর শেয়ার করা এক নয়, সব ক্ষেত্রে মামলা হয় না, পর্যবেক্ষণ আদালতের

কোন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা প্রয়োগ করা যায়, স্পষ্ট করল এলাহাবাদ হাই কোর্ট।

Liking social media post different from sharing it: Allahabad High Court
Published by: Subhajit Mandal
  • Posted:April 19, 2025 6:53 pm
  • Updated:April 19, 2025 6:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত কোনও পোস্টে লাইক করা আর সেই পোস্টটি শেয়ার করা এক বিষয় নয়। সব ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা যায় না। স্পষ্ট জানিয়ে দিল এলাহাবাদ হাই কোর্ট।

Advertisement

এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি সৌরভ শ্রীবাস্তবের বেঞ্চ জানিয়ে দিল, সোশাল মিডিয়ায় কোনও পোস্টে লাইক করার অর্থ সেটাকে ছড়িয়ে দেওয়া নয়। কেউ কোনও পোস্ট করলে সেটাকে কোনও একটি বার্তা বা বিষয়বস্তু জনমানসে ছড়িয়ে দেওয়া বলা যায়। সেই পোস্ট শেয়ার করলে বা রিটুইট করলে সেটাও ওই বিতর্কিত বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সেক্ষেত্রেও মামলা দায়ের করা হয়। কিন্তু কোনও পোস্টে লাইক করার অর্থ সেটা ছড়িয়ে দেওয়া নয়। সেক্ষেত্রে কোনও মামলা দায়ের করা যায় না।

আসলে এলাহাবাদের এক সোশাল মিডিয়া ইউজার সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি বিতর্কিত জমায়েতের ডাক দিয়েছিলেন। পুলিশ ওই জমায়েতকে বেআইনি ঘোষণা করে। এবং যে ব্যক্তি পোস্ট করেছিলেন তাঁর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। ওই পোস্টটি ‘লাইক’ করার জন্যও এক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এলাহাবাদ হাই কোর্ট সেই লাইকের মামলাটি খারিজ করে দিল। হাই কোর্ট জানাল, পোস্টে লাইক করলে কারও বিরুদ্ধে মামলা করা যায় না। আদালত স্পষ্ট বলছে, সমাজমাধ্যমের কোনও পোস্টে ‘লাইক’ করা হলে, সে ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা প্রয়োগ করা যায় না।

তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা অনুযায়ী, কোনও আপত্তিকর বিষয়বস্তু বৈদ্যুতিন বা সামাজিক মাধ্যমে প্রকাশ করা বা ছড়ানো হলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। কিন্তু আদালত মনে করছে, পোস্টে লাইক করাটা সেই আইনের আওতায় পড়ে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ