Advertisement
Advertisement

অপ্রাপ্তবয়স্ক ইউজারদের নিরাপত্তায় বড় পদক্ষেপ, নয়া ফিচার নিয়ে হাজির Instagram

জেনে নিন খুঁটিনাটি।

Instagram tightens safety for teens again, here is details
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 30, 2025 12:46 pm
  • Updated:July 30, 2025 12:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন মোবাইল বা সোশাল মিডিয়ায় অ্যাকসেস পেতে বয়স আর আঠেরো পেরনোর প্রয়োজন পড়ে না। পড়াশোনার সুবিধার জন্য অনেক অল্প বয়সেই হাতে তুলে নিতে হয় স্মার্টফোন। ফলে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্য়াটফর্মে অবাধ বিচরণে খুব একটা সমস্যা থাকে না। কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে এই প্ল্যাটফর্মে মগ্ন হয়ে গেলে শুধু লেখাপড়ার ক্ষতি নয়, বিপদে পড়ার আশঙ্কাও থাকে প্রবল। সে কথা মাথায় রেখে আগেই টিনেজারদের জন্য অ্যাকাউন্টে বিশেষ ব্যবস্থা এনেছিল ইনস্টাগ্রাম। এবার আরও আটসাঁট করা হচ্ছে নিরাপত্তা।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সংস্থা সূত্রে খবর, যদি ব্যবহারকারীর বয়স ১৮-এর কম হয়, সেক্ষেত্রে তার বন্ধুর তালিকায় না থাকা কেউ মেসেজ (ডিরেক্ট মেসেজ-ডিএম) করতে পারবে না। বা ধরুন আপনি প্রাপ্তবয়স্ক, কিন্তু যাকে মেসেজ করবেন সে টিনেজার হলেও আপনি মেসেজ পাঠাতে পারবেন না। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত একে অপরকে ফলো করছে, ততক্ষণ পর্যন্ত মেসেজ পাঠানো যাবে না। এখানেই শেষ নয়। কিশোর-কিশোরীদের প্রোফাইলের প্রাইভেসি পলিসিতেও বদল আনা হচ্ছে। কে ট্যাগ করতে পারবে, কারা মেনশন করতে পারবে, সেসব নিয়মও আরও কড়া হচ্ছে বলেই সংস্থা সূত্রে খবর।

প্রসঙ্গত, এমনিতেই কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নজরদারি চালাতে পারেন অভিভাবকরা। তাঁরা ছেলে-মেয়ের অ্যাকাউন্ট অ্যাকসেস করতে পারেন। সন্তানরা কার সঙ্গে কথা বলছে। তা দেখতে পান। যদিও কী কথা হয়েছে, তা দেখা যায় না। সন্তান কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করবে, তাও ঠিক করতে পারেন বাবা-মায়েরা। অভিভাবকরা চাইলেই নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করতে পারেন সন্তানের ইনস্টাগ্রাম। যা খুদেদের জন্য কার্যকরী হবে বলেই মনে করছে সংস্থা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ