Advertisement
Advertisement
Instagram

সারাক্ষণ রিলস স্ক্রল করছেন? এবার আর নয়, জানুন কী বদল আনছে ইনস্টাগ্রাম

বর্তমানে রিলস বা শর্ট ভিডিও অন্যতম জনপ্রিয় একটি বিষয়।

Instagram just made Reels even better, rolling out new feature for effortless viewing
Published by: Subhodeep Mullick
  • Posted:July 21, 2025 11:46 pm
  • Updated:July 21, 2025 11:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে সমাজমাধ্যমে রিলস বা শর্ট ভিডিও অন্যতম জনপ্রিয় একটি বিষয়। দিনভর হাজারো কাজের মাঝে একটু সময় পেলেই সকলে টুক করে ঢুঁ মেরে আসেন ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা ফেসবুকে। কিন্তু রিলস দেখতে গেলে বারবার স্ক্রল করতে হয়। তবে ইনস্টাগ্রামে এবার থেকে আর তেমনটা করতে হবে না। আরও সহজ হতে চলেছে রিলস দেখা।

Advertisement

ব্যাপারটা কী? ইনস্টাগ্রাম খুব শীঘ্রই তাদের রিলসে ‘অটো স্ক্রল’ ফিচার আনছে। এর ফলে রিলস দেখতে গেলে আর স্ক্রল করতে হবে না। মোবাইল স্ক্রিনে চলতে থাকবে একের পর এক রিলস। ইতিমধ্যেই আইফোনে এসে গিয়েছে ইনস্টাগ্রামের নয়া এই ফিচার। তবে অ্যান্ড্রয়েডে কবে এটি আসবে, তা এখনও জানা যায়নি।

কীভাবে এই ফিচারটি চালু করবেন? ‘অটো স্ক্রল’ ফিচারটি চালু করতে গেলে প্রথমে যে কোনও একটি রিলস চালাতে হবে। তারপর ডানদিকে নিচে তিনটে বিন্দু দেওয়া একটি অপশন ক্লিক করতে হবে। তারপর ‘অটো স্ক্রল’ ফিচারটি চালু করতে হবে। একবার এই ফিচারটি চালু করে হয়ে গেলে রিলস দেখার সময় আর বারবার স্ক্রল করতে হবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ