সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাকারদের নিশানায় এবার জিমেল। স্প্যাম থেকে ভাইরাস হামলার মতো নানা বিপদ সব সময়ই তটস্থ রাখে ইউজারদের। এবার জানা গেল ‘ঝুঁকি’র মধ্যে রয়েছে ৩০০ কোটি জিমেল অ্যাকাউন্ট। নেপথ্যে ‘ফিজিং স্ক্যাম’। গুগল এই ঝুঁকির কথা স্বীকারও করে নিয়েছে। সুতরাং জিমেল অ্যাকাউন্ট যাঁরা ব্যবহার করেন, তাঁরা সতর্ক না থাকলেই বড় বিপদ ধেয়ে আসবে তাঁদের দিকে।
কেমন ফাঁদ পাতছে হ্যাকাররা
সম্প্রতি এক সফটওয়্যার ডেভেলপার নিক জনসন এক্স হ্যান্ডলে তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। জানিয়েছেন, তিনি একটি মেল পান [email protected] থেকে। সেখানে জানানো হয় যে তাঁর গুগল অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের জন্য একটি সমন জারি করা হয়েছে। একটি লিঙ্কও দেওয়া হয়েছিল, যা দেখতে হুবহু গুগল সাপোর্ট পেজের মতো। কিন্তু তা একটি জাল ওয়েবসাইটের লিঙ্ক। যা গুগলেরই প্ল্যাটফর্ম sites.google.com-এ ‘হোস্ট’ করা আছে। অর্থাৎ হ্যাকাররা মাথা খাটিয়ে এমনভাবে বিষয়টা সাজিয়েছে যে, লিঙ্কটি আসল বলেই মনে হবে।
এই ফাঁদের সবচেয়ে বিপজ্জনক দিক কোনটি
এই মেল গুগলের DomainKeys Identified Mail (DKIM)-এর মতো নিরাপত্তা বৈতরণি দিব্যি পার করে যায়। ফলে সেটাকে আসল বলেই মনে হতে থাকে। কেবল তাই-ই নয়, ইউজারদের পক্ষে আসলে-নকলে ফারাক করাই মুশকিল। এভাবে ফাঁদে পা দিয়ে সেই লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ! কেননা সেক্ষেত্রে এমন একটি পেজ খুলে যায় যা দেখলে অবিকল গুগলের লগ ইন পেজ বলে মনে হবে। আর সেখানে ডিটেইলস দিয়ে দিলেই ব্যাস! আপনার পাসওয়ার্স চলে যাবে হ্যাকারদের কবলে।
কীভাবে সতর্ক হবেন
কোনও সন্দেহজনক ইমেল এলে সেখানে থাকা লিঙ্কে ক্লিক করবেন না।
গুগল বা ওই জাতীয় কোনও সংস্থার মেল এলে সতর্ক হয়েই পদক্ষেপ করুন।
যদি গুগলের তরফে কোনও অ্যালার্ট আসে সেক্ষেত্রে গুগলের ওয়েবসাইটে গিয়ে অথবা অ্যাপ খুলে নিজে লগইন করুন। তারপর বিষয়টা খতিয়ে দেখুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.