Advertisement
Advertisement
Ashwini Vaishnaw

ডিপসিক-চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ, চলতি বছরই আসছে ভারতের এআই মডেল

২০২৪ সালের মার্চে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য ১০,৩০০ কোটি টাকার অনুমোদন করেছিল কেন্দ্র।

Ashwini Vaishnaw launches AI Compute Portal, 9 times larger than DeepSeek
Published by: Biswadip Dey
  • Posted:March 8, 2025 3:28 pm
  • Updated:March 8, 2025 3:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা স্টার্ট আপ সংস্থা ডিপসিক কিংবা মার্কিন সংস্থা ওপেনএআইকে জোর টক্কর ভারতের। বৃহস্পতিবারই তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, এবার ভারতও নিজস্ব এআই মডেল নিয়ে গবেষণা শুরু করেছে জোরকদমে। আগামী ১০ মাসের মধ্যেই সেই এআই মডেলের আত্মপ্রকাশ ঘটাতে পারে বলে দাবি তাঁর।

Advertisement

একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আর সেখানেই এআই কম্পিউট পোর্টালের উদ্বোধন করেন তিনি। দাবি করেন, ডিপসিকের ৯ গুণ বড় এই পোর্টাল। আর তারপরই তিনি ঘোষণা করেন, দেশে স্থাপিত হচ্ছে ২৭টি এআই ডেটা ল্যাবরেটরি। প্রসঙ্গত, গত একবছরে এদেশে লাফিয়ে বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তা। ২০২৪ সালের মার্চে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য ১০,৩০০ কোটি টাকার অনুমোদন করেছিল কেন্দ্র। ৫ বছরের জন্য এই টাকা ব্যবহারের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতও আরও চমক দিতে পারে শিগগিরি।

এই মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে শোরগোল ফেলে দিয়েছে এই চিনা স্টার্ট আপ সংস্থা। তারপর থেকেই এআই নিয়ে চর্চা শুরু হয়েছে এদেশেও। প্রশ্ন উঠেছে, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় কোন অবস্থানে রয়েছে। অবশেষে সুখবর শোনাল কেন্দ্র। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মোদি সরকার ১৮টি প্রস্তাব অনুমোদন করেছে। মেজর ডেভেলপার এআই-এর উপরে কাজ করছে। সবকিছু ঠিক থাকলে মাস দশেকের মধ্যেই আত্মপ্রকাশ করবে ‘আত্মনির্ভর’ ভারতের এআই মডেল। তাঁর কথায়, ”ভারতেই তৈরি হবে বিশ্বমানের এআই মডেল। যা যে কোনও মডেলের সঙ্গে লড়তে পারবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ