সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাসে ‘জামতাড়া গ্যাং’-এর (Jamtara Gang) বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। এবার ‘জামতাড়া গ্যাং’-এর বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল হরিয়ানা পুলিশ (Haryana Police)। সে রাজ্যের মোট ১৪টি গ্রাম থেকে গ্রেপ্তার করা হল শতাধিক সন্দেহভাজনকে। সাইবার অপরাধের অভিযোগে মোট ২ লক্ষ মোবাইল নম্বর ‘ব্লক’ করা হয়েছে বলেও জানা গিয়েছে।
হরিয়ানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সাইবার অপরাধীরা ঝাড়খণ্ডের কুখ্যাত জামতাড়া নয়, বর্তমান অপরাধ চক্রটি মূলত কাজ চালাচ্ছিল হরিয়ানার মেওয়ট থেকে। এরা ভুয়ো কাস্টমার কেয়ার কর্মী সেজে অথবা ব্যাংককর্মী পরিচয় দিয়ে প্রতারণা চালাচ্ছিল দীর্ঘদিন ধরে। কেওয়াইসি আপডেটের নামে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে মোটা অঙ্কের অর্থ ছিনিয়ে নিত গ্রাহককদের থেকে। পুলিশ জানিয়েছে, দিল্লি থেকে ৮০ কিলোমিটার দূরে হরিয়ানার সীমান্ত এলাকায় মেওয়টের ১৪টি গ্রামে অভিযান চালানো হয়।
পুলিশের এই অভিযানেই গ্রেপ্তার করা হয়েছে শতাধিক প্রতারককে। সাইবার অপরাধে ব্যবহৃত ২ লক্ষ মোবাইল নম্বর ব্লক করা হয়েছে। গোটা অপরেশন চালান প্রায় ৫ হাজার পুলিশকর্মী। ওই দলে ছিলেন ৬ জন পুলিশ সুপার, ১৪ জন ডিএসপি। নেতৃত্বে ছিলেন গুরগাঁওয়ের এসিপি সাইবার।এই অভিয়ানকে ‘জামতাড়া’র বিরুদ্ধে বড় সাফল্য বলেই মনে করছে হরিয়ানা প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.