সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পহেলে দর্শনধারি, ফির গুণ বিচারি!’ হ্যাঁ, হিন্দি ভাষায় এই প্রবাদের দারুণ চল। দেখতে ভালো হলেই খুব সহজেই হওয়া যায় সুপারহিট। যৌন বিশেষজ্ঞরা বলছেন, পুরুষাঙ্গর ক্ষেত্রেও এ ব্যাপারটা কিন্তু একশো শতাংশ সত্য। অনেক নারীর কাছে পুরুষাঙ্গর সাইজ খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় জানা গিয়েছিল, মেয়েরা নাকি মাঝারি মাপের পুরুষাঙ্গর তুলনায়, দৈর্ঘ্যে লম্বা পুরুষাঙ্গকেই সবুজ সংকেত দেন। বেশিরভাগ মেয়েদের যৌন-ইচ্ছায় আগুন দেয়, লম্বা পুরুষাঙ্গই। যৌন বিশেষজ্ঞরা মনে করেন, নারীদের যৌনতৃপ্তির ক্ষেত্রেও, পুরুষাঙ্গের মাপ খুবই গুরুত্ব পায়।
যৌন বিশেষজ্ঞরা বলছেন, সহজ কয়েকটি কায়দায় আপনার মাঝারি মাপের পুরুষাঙ্গকেই পছন্দসই মাপের দেখানো যায়। কীভাবে?
মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন! তা বলে মাসের একটা মঙ্গলবার শুধু নয়। বরং দুসপ্তাহে অন্তত একবার আপনার যৌনকেশ ট্রিম করুন। প্রয়োজনে একেবারে উধাও করে দিন। দেখবেন, এতে আপনার যৌনাঙ্গের সাইজ আগের তুলনায় বড়ে দেখাবে। তবে ট্রিম করার সময় সাবধান। নরম জায়গায় যেন আঘাত না লাগে। এক্ষেত্রে বিশেষ ট্রিমার বা ক্রিম ব্যবহার করুন।
ওজন বাড়তে দেবেন না। অর্থাৎ নিজেকে ফিট রাখুন। বিশেষজ্ঞরা বলছেন, ভুড়ি বাড়লেই আপনার যৌনাঙ্গের মাপে প্রভাব পড়বে। ভুরির আড়ালে চলে গেলেই বিপদ। ভুড়ি বাড়তেই থাকবে। আর আপনার যৌনাঙ্গ ছোট দেখাবে। তাই ভুরি হতে দেবেন না। রোজ এক্সারসাইজ করুন। ফিট থাকলেই আপনি হিট।
নিয়মিত হস্তমৈথুন করুন। কিংবা মাঝে মধ্য়েই যৌনতার কথা চিন্তা করে, পরখ করে নিন আপনার লিঙ্গ উত্থান হচ্ছে কিনা। যৌনাঙ্গে যত ব্লাড সার্কুলেশন বাড়বে, ততই যৌনাঙ্গের স্বাস্থ্য ভালো থাকবে।
স্ট্রেশ রাখুন কন্ট্রোলে। কেননা, স্ট্রেশ যদি থাকে আপনার হাতের মুঠোয়, তাহলে শরীর থাকবে ভালো। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রেশ কিন্তু আপনার যৌনাঙ্গের মাপেও প্রভাব ফেলে। যৌনতাতেও ভাটা আনতে পারে স্ট্রেশ। তাই মাইন্ড থাকুক ফ্রি। তাহলেই জমবে খেলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.