সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদ, মতানৈক্যের যুগে সারা জীবন ভালোবেসে পাশে থেকে যাবার মানুষের সংখা কম হতে পারে কিন্তু তা যে একেবারেই নেই এমনটা নয়। তবে সম্পর্কে থাকাকালীন আপনার যদি আপনার সঙ্গীকে নিয়ে কোনওরকম সন্দেহজনক কিছু মনে হয়ে থাকে। অথবা আপনি যদি তাঁর কোনও আচরণে বুঝে থাকেন তিনি আপনার জন্য সঠিক নয় তাহলে আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে আপনার সঙ্গী আদৌ ‘গ্রিন ফ্ল্যাগ’ কিনা?
লক্ষ্য করে দেখবেন আপনার সঙ্গীর কাছে যদি আপনাদের সম্পর্ক এবং আপনি গুরুত্ব পেলে সে আপনার ভালো লাগা, খারাপ লাগা, মান-অভিমান সবটাই বুঝতে পারবে। ছোট ছোট বিষয়গুলি যদি তাঁর নজরে থাকে তাহলে বুঝবেন আপনার সঙ্গী সত্যিই ‘গ্রিন ফ্ল্যাগ’ এই সম্পর্কে।
সম্পর্কে থাকলে ছোট ছোট জিনিস ভীষণভাবে সম্পর্ককে আরও মজবুত করে তোলে। আপনার সঙ্গী যদি আপনার মনখারাপ, আনন্দ বা অভিমান করে বলা কোনও বিষয় মাথায় রাখে এবং সেইমতো আপনার সঙ্গে ব্যবহার করে তাহলে বুঝবেন তিনি সম্পর্কের প্রতি যত্নবান।
সম্পর্কে চরাই-উতরাই আসবেই কিন্তু তার মানে এই নয় যে সম্পর্কে শীতলতাও আসবে। সম্পর্কে উষ্ণতা বজায় রাখতে দু’জনের মধ্যে কথা হওয়াটা খুব জরুরি। তাই সম্পর্কের প্রতি যত্নবান হলে আপনার সঙ্গী আপনার সঙ্গে এই বিষয়টি মেনে চলার চেষ্টা করবে।
সম্পর্কে দু’জনের প্রতিই দু’জনের সম্মান থাকা বাঞ্ছনীয়। যতই তাল কাটুক, কথা কাটাকাটি চরম পর্যায়ে যাক না কেন, শত অশান্তির মাঝেও সম্মানহানিকর মন্তব্য করা থেকে যদি আপনার সঙ্গী বিরত থাকেন, তাহলে বুঝবেন তিনি সম্পর্ককে সম্মান করেন।
ব্যস্ততার দোহাই দিয়ে সঙ্গীকে সময় না দেওয়ার মতো বিষয় আকছার দেখা যায়। মনে রাখবেন সারাদিনে সামান্য বাক্যালাপ না সারার মতো ব্যস্ততা কারও থাকে না। তাই আপনার সঙ্গী যদি শত ব্যস্ততার মাঝেও আপনাকে পর্যাপ্ত সময় দেয় তাহলে তিনি আক্ষরিক অর্থেই ‘গ্রিন ফ্ল্যাগ’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.