সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে প্রেমের সংজ্ঞাও। যুক্ত হয়েছে নতুন নতুন শব্দ। যেমন ন্যানোশিপ, সিচুয়েশনশিপ, আরও কত কী। আর এসবের হাত ধরেই সম্পর্কের মাঝে দানা বাঁধছে কালো মেঘ। সঙ্গী আদৌ বিশ্বাসযোগ্য তো? এপ্রশ্ন ঘুরপাক খায় সকলের মনেই। কিন্তু আপনি নিজেই রেড ফ্ল্য়াগ নন তো? ভেবে দেখেছেন কোনওদিন তা? চলুন এই ৭ উপায়ে চিনে নিন নিজেকে।
১. প্রেমের সম্পর্কে মান-অভিমান, ঝগড়া থাকবে না, তা কী হয়। অনেকে রাগের বশে দুর্ব্যবহারও করে ফেলেন। আপনিও কি তেমনটা করেন? উত্তর যদি হ্য়াঁ হয়, সেক্ষেত্রে পরমুহূর্তেই কি নিজের ব্যবহারের স্বপক্ষে যুক্তি সাজাতে থাকেন? কোনও পরিস্থিতিতেই সঙ্গীর যুক্তি মানতে রাজি হন না? এর ফলে সঙ্গী কষ্ট পেলেও আপনার বিশেষ কোনও খারাপ লাগা অনুভূত হয় না? তাহলে নিজেকে নিয়ে ভাবার সময় এসেছে।
২. আপনি ঠিক যেমন পছন্দ করেন সঙ্গীকে তেমনটা করতে চান? আপনার মতামত না মেনে নিজের মতো করে সে কিছু করলেই তা ভুল বলে মনে হয়? তাহলে সমস্যা আপনার। আপনার উদ্দেশ ঠিক হলেও এই ধরণের আচরণ বা সঙ্গীকে ডমিনেট করার মনোভাব কখনই ‘গ্রিন ফ্ল্যাগে’র আচরণ হতে পারে না।
৩. সম্পর্ক মানে তো শুধু একসঙ্গে সময় কাটানো, সুন্দর মুহূর্ত কাটানো নয়। একইভাবে বিপদে বা যে কোনও ছোট-বড় সমস্যায় প্রিয়জনকে পাশে চাওয়াই স্বাভাবিক। সঙ্গী হয়তো নিজের একশো শতাংশ দেন। আপনার সমস্যায় পাশে থাকেন। কিন্তু আপনিও কি একই আচরণ করেন? নাকি সঙ্গী সমস্যার কথা বললেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন? তাহলে কিন্তু সমস্যা আপনার। আগে নিজেকে প্রশ্ন করুন, আদৌ সঙ্গীকে ভালোবাসেন তো?
৪.সঙ্গী আপনার থেকে বেশি সফলতা পেলে রাগ হয়? প্রেমিকার বেতন বৃদ্ধি বা প্রমোশনে হতাশা গ্রাস করে? তাহলে সঙ্গীর জন্য আপনি মোটেই সঠিক পার্টনার নন।
৫.ঠিক-ভুল নিয়েই মানুষ। ভুল যে কারও হতে পারে। নিজের দোষ বা অন্যায় জানা সত্ত্বেও তা স্বীকার করতে বা ক্ষমা চাইতে পারেন না? অথবা নিজের ভুল ঢাকতে ক্রমাগত মিথ্যে বলেন? তাহলে আপনার নিজেকে সংশোধন করা প্রয়োজন।
৬. যে কোনও ক্ষেত্রেই সঙ্গীর সঙ্গে তর্কে জিততে মরিয়া আপনি? পলিটিক্যালি ঠিক থেকে নিজের মতামতকেই প্রতিষ্ঠিত করতে চান? নিজেকে ৯৯ শতাংশ সঠিক মনে করেন? তাহলে নিজেকে বদলানো শুরু করুন।
৭. সম্পর্কের শুরুতে সঙ্গীকে নানারকম গিফট দিয়েছেন। বা নিজের ব্যবহারের মাধ্যমে তাঁকে আপনার উপর নির্ভরশীল করেছেন। পালটা একই জিনিস আশা করেন? না পেলে আচরণ বদলে যায়? নিরাপত্তাহীনতায় ভোগেন? এক্ষেত্রেও কিন্তু সমস্যা আপনারই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.