Advertisement
Advertisement

একগুচ্ছ ফিচার নিয়ে বাজারে এল Micromax Canvas 5 Lite

দাম শুনলে হয়তো এখনই অর্ডার দিতে বসে পড়বেন!

Micromax Canvas 5 Lite With 4G LTE Support, Launched on friday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 9:05 pm
  • Updated:September 24, 2016 9:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের দুনিয়ায় মাইক্রোম্যাক্স Canvas 5 সিরিজের প্রতিটি মডেলই ক্রেতাদের মন জয় করেছে৷ শুক্রবার থেকে সেই সিরিজেরই আরও একটি ফোন বাজারে এসে গেল৷ নাম Micromax Canvas 5 Lite৷ মধ্যবিত্তের এক্কেবারে নাগালের মধ্যে এই স্মার্টফোনটি চলতি পুজোর মরশুমে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা মোবাইল প্রস্তুতকারক সংস্থাটির৷ চলুন এক নজরে জেনে নেওয়া যাক এই নয়া মডেলের খুঁটিনাটি৷

Advertisement

mmx_1474638004979

  • অ্যান্ড্রয়েড ৫.১-এর ললিপপ ভার্সনের ডুয়াল সিম ফোনটিতে 4G LTE সাপোর্ট করবে৷ অর্থাৎ এতে অনায়াসেই 4G সিম ব্যবহার করতে পারবেন৷
  • পাঁচ ইঞ্চির Full HD স্ক্রিনটি IPS ডিসপ্লে হওয়ায় এতে ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও মজাদার৷
  • 2GB ব়্যাম বিশিষ্ট এই মডেলটির ক্যামেরাও মন্দ নয়৷ রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল ও সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল-যুক্ত ফ্রন্ট ক্যামেরা৷
  • এবার জেনে নেওয়া যাক 16GB ইন্টারনাল মেমোরি বিশিষ্ট স্মার্টফোনটির ব্যাটারি কেমন! 2000mAh ব্যাটারি যুক্ত এই ফোন একবার চার্জ করলে ১৫০ ঘণ্টা চলবে৷ পাশাপাশি সাড়ে চার ঘণ্টা কথাও বলা যাবে৷
  • এছাড়া ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম রেডিওর মতো সাধারণ ফিচারগুলি তো রয়েছেই৷

আপাতত এই মডেলটি শুধুমাত্র ই-কমার্স সাইট স্ন্যাপডিলে পাওয়া যাচ্ছে৷ দাম শুনলে হয়তো এখনই অর্ডার দিতে বসে পড়বেন! কারণ মাত্র ৬,৪৯৯ টাকায় এত ফিচার যুক্ত স্মার্টফোন তো সবসময় কেনার সুযোগ পাওয়া যায় না!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস