সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের দুনিয়ায় মাইক্রোম্যাক্স Canvas 5 সিরিজের প্রতিটি মডেলই ক্রেতাদের মন জয় করেছে৷ শুক্রবার থেকে সেই সিরিজেরই আরও একটি ফোন বাজারে এসে গেল৷ নাম Micromax Canvas 5 Lite৷ মধ্যবিত্তের এক্কেবারে নাগালের মধ্যে এই স্মার্টফোনটি চলতি পুজোর মরশুমে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা মোবাইল প্রস্তুতকারক সংস্থাটির৷ চলুন এক নজরে জেনে নেওয়া যাক এই নয়া মডেলের খুঁটিনাটি৷
আপাতত এই মডেলটি শুধুমাত্র ই-কমার্স সাইট স্ন্যাপডিলে পাওয়া যাচ্ছে৷ দাম শুনলে হয়তো এখনই অর্ডার দিতে বসে পড়বেন! কারণ মাত্র ৬,৪৯৯ টাকায় এত ফিচার যুক্ত স্মার্টফোন তো সবসময় কেনার সুযোগ পাওয়া যায় না!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.