Advertisement
Advertisement

ইউনিক ফিচারে ঠাসা লেনোভো Vibe K5

কেনার আগে চলুন ফোনটির খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। ভাইভ কে ফাইভ প্লাস থেকে খানিকটা লোয়ার ভার্সন হল লেনোভো ভাইভ কে ফাইভ।

Lenovo Vibe K5 to go on open sale from July 4
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2016 7:08 pm
  • Updated:March 1, 2019 4:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। আগামী সোমবারই বাজারে আসতে চলেছে লেনোভো ভাইভ কে ফাইভ।

Advertisement

প্রথম দু’টি ফ্ল্যাশ সেলে এই মডেলটি ১ লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়েছে। সংস্থার আশা, ঈদ ও রথযাত্রার উৎসবে ভালই ব্যবসা করবে এই স্মার্টফোনটি। সস্তার এই স্মার্টফোনটি একগুচ্ছ ফিচারে ঠাসা। কেনার আগে চলুন ফোনটির খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। ভাইভ কে ফাইভ প্লাস থেকে খানিকটা লোয়ার ভার্সন হল লেনোভো ভাইভ কে ফাইভ।

8556142_001preto

  • অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ বেস ৫ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে রয়েছে ২ জিবি ব়্যাম। 
  • স্ন্যাপড্রাগন ৪১৫ প্রসেসর যুক্ত ফোনটির ইন্টারনাল মেমরি ১৬ জিবি। 
  • অনায়াসেই ৪ জি এলটিই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে এই ডুয়েল-সিম স্মার্টফোনটিতে।
  • ৮ এমএম পাতলা Vibe K5-র ওজন মাত্র ১৪২ গ্রাম। 
  • ১৩ এমপি রিয়ার ক্যামেরা ও ৫ এমপি ফ্রন্ট বা সেকেন্ডারি ক্যামেরা যুক্ত ফোনটিতে সেলফি তোলার জন্য আদর্শ।

Vibe K5-কে আরও জনপ্রিয় করে তুলবে এর শক্তিশালী ব্যাটারি। এবার জেনে নিন 2750mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোনটির দাম কত। মাত্র ৬,৯৯৯ টাকার বিনিময়ে অনলাইন বা বাজার থেকে কিনতে পারবেন ফোনটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ