Advertisement
Advertisement
Parrot

শখের বশে টিয়া পোষেন? জানেন নিয়ম না মানলে ঘটতে পারে অঘটন!

এই পাখি বাড়িতে থাকলে কিছু বিষয় মানতেই হবে।

Parrot likely to solve many problems in life
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 15, 2025 2:21 pm
  • Updated:July 15, 2025 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাখি মানেই মুক্তির স্বাদ। ডানা মেলে আকাশের বুকে উড়ে বেড়ানো। কিন্তু কেউ কেউ শখের বশে বাড়িতে বিভিন্নরকম পাখি পোষেন। কারও খাঁচায় দেখা যায় ফিঞ্চ, বোদরি বা অন্যকিছু। কারও বাড়িতে দেখা যায় টিয়া। পাখিদের খাঁচাবন্দি করা ঠিক না ভুল, তা যুক্তি-তর্কের বিষয়। কিন্তু জানেন এই টিয়া পোষার ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলা আবশ্যক? এর কী প্রভাব পড়ে জীবনে?

Advertisement

বাস্তুশাস্ত্র অনুযায়ী জানা যাচ্ছে, টিয়া পাখি অত্যন্ত শুভ। এই পাখি বাড়িতে থাকলে অশুভ শক্তির প্রবেশ রুখে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু এদের পরিচর্চায় বিশেষ নজরদারি প্রয়োজন। শুধু তাই নয়, বিশেষ কোণে পাখিটিকে রাখা প্রয়োজন। তথ্য বলছে, ঘরের পূর্ব ও উত্তর দিকে পাখিটিকে রাখতে হবে। নজর রাখতে হবে সে যেন খোশমেজাজে থাকে। টিয়ার মন খারাপ হলেই তার প্রভাব পড়বে মালিকের জীবনে। 

জানা যাচ্ছে, বাড়িতে টিয়া পাখি থাকলে নাকি আর্থিক সমস্য়া অনেকটাই কম থাকে। কমে রোগের ঝুঁকিও। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যেখানে টিয়া পাখি থাকে রাহু ও কেতুর কুদৃষ্টি পড়ে না সেখানে। ফলে জীবন এগোয় স্বাভাবিক ছন্দে। এখানেই শেষ নয়, খুদেদের পড়াশোনার প্রতি আগ্রহও নাকি বাড়ায় টিয়া। কিন্তু সঠিকভাবে টিয়াকে না রাখলে বাড়তে পারে সমস্যা। তাই যাদের বাড়িতে রয়েছে তাঁরা মেনে নজর রাখুন প্রিয় পোষ্যের মানসিক স্বাস্থ্যের দিকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement