Advertisement
Advertisement

Breaking News

Important hacks to remove mango stains from your dress

আমের রসে নষ্ট পোশাক? জেনে নিন দাগ দূর করার ঘরোয়া কৌশল

এই কৌশলে পোশাক থেকে ম্যাজিকের মতো গায়েব হবে দাগ।

Important hacks to remove mango stains from your dress । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 23, 2023 8:50 pm
  • Updated:July 23, 2023 9:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র দাবদাহে অস্বস্তি যতই থাক না কেন। গরমে আম খাওয়ার মজাই আলাদা। আম খেতে ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা বোধহয় খুবই কম। কিন্তু রসালো আম খেলে জামাকাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকেই। পোশাক নষ্টের আশঙ্কায় কী তা বলে আম খাওয়া ছেড়ে দেবেন? তা আবার হয় নাকি? পরিবর্তে জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পোশাক থেকে তুলতে পারেন আমের রসের হলদে দাগ।

  • জামাকাপড়ে আমের রস লেগে গেলে প্রথমে একটি চামচ নিন। ওই চামচ দিয়ে দাগটির উপর ঘষে ফেলুন। তাতে পোশাকে রসের সঙ্গে লেগে থাকা আম ঝরে পড়ে যাবে।

Mango Stains

  • এবার ওই জায়গাটির উপর ঠান্ডা জল ঢেলে দিন। সবচেয়ে ভাল হয় কল ১-২ মিনিট যদি চালিয়ে রেখে দেওয়া যায়।

[আরও পড়ুন: চিৎকারে কান ঝালাপালা, বিষ খাইয়ে ৫ পথকুকুরকে ‘খুন’ ব্যক্তির]

  • একটি তোয়ালে নিন। ভিজে জায়গার উপরে এবার তোয়ালে দিয়ে ঘষে নিন।
  • এবার একটি বালতিতে হালকা গরম জল নিন। তাতে গুঁড়ো সাবান মিশিয়ে নিন। সাবানের ফেনা তৈরি করুন। তাতে আমের রস লাগা পোশাকটি ভিজিয়ে দিন।

Detergent

  • আধঘণ্টা সাবান জলে ভিজিয়ে রাখার পর ভালভাবে ঘষে নিন। দেখবেন আমের রসের দাগ প্রায় পুরোটাই গায়েব। তারপর পোশাকটি শুকিয়ে নিন।

[আরও পড়ুন: অবরোধ-পালটা লাঠিচার্জ, দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু ঘিরে আমতায় পুলিশ ও জনতা খণ্ডযুদ্ধ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement