Advertisement
Advertisement
Durga Puja Home Decor

পুজোর আগে মডিউলার কিচেন তৈরির পরিকল্পনা? এই ভুলগুলি হলেই সর্বনাশ

ভেবেচিন্তে পরিকল্পনা করুন, নইলে ভবিষ্যতে রান্নাঘর ব্যবহার করতে গিয়ে বিপদে পড়বেন।

Durga Puja Home Decor: Avoid these mistakes while planning a modular kitchen
Published by: Sayani Sen
  • Posted:September 7, 2025 5:40 pm
  • Updated:September 7, 2025 5:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৃহস্থের কাছে রান্নাঘর অত্যন্ত প্রিয় জায়গা। আর সেই রান্নাঘরকে আধুনিক ট্রেন্ড অনুযায়ী সাজিয়ে তুলতে চান অনেকেই। আধুনিক রান্নাঘর মানেই মডিউলার কিচেন তৈরির কথা ভাবেন কেউ কেউ। হালফ্যাশনের এই রান্নাঘর তৈরি করতে গিয়ে নানা ঝক্কি হয় অনেক সময়। সামান্য ভুল করলেই সর্বনাশ। না হয় ঠিকমতো রান্নাঘরের সাজসজ্জা, আর না হয় নিজের সুবিধা। ফলস্বরূপ টাকাই মাটি। পুজোর আগে আপনারও কি মডিউলার কিচেন তৈরির পরিকল্পনা রয়েছে? তবে এই ভুলগুলি ভুলেও করবেন না।

Advertisement

Modular-Kitchen

এখন হাতের মুঠোয় একটি স্মার্টফোন আর তাতে ইন্টারনেট থাকলেই কেল্লাফতে! সব পাওয়া যায়। মডিউলার কিচেনের ডিজাইন পাওয়াও অসম্ভব নয়। তাই গুগলে পাওয়া ডিজাইনে মুগ্ধ হয়ে অনেকে সেভাবে রান্নাঘর সাজানোর পরিকল্পনা করেন। অথচ ভাবেন না তাঁর রান্নাঘরের মাপ, আকৃতি কেমন। পরিকল্পনার ভুলে শেষমেশ সবকিছুই মাটি হয়ে যায়। তাই ইন্টারনেটে ছবি দেখে সেভাবে রান্নাঘর সাজানোর পরিকল্পনা করবেন না। পরিবর্তে অভিজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন।

Modular Kitchen

গ্যাস কোথায় রাখবেন, সিংক কোনদিকে হবে, কোথায় বা রাখা হবে ফ্রিজ, মাইক্রোওয়েভের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী – আগে সে পরিকল্পনা করুন। শুধুমাত্র রান্নাঘরের সৌন্দর্যের কথা মাথায় রেখে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্যাবিনেট করাবেন না। তার চেয়ে যাতে সমস্ত জিনিসপত্র ঠিকমতো রান্নাঘরে রাখা যায়, সে পরিকল্পনা করুন।

Modular-Kitchen

মডিউলার কিচেন তৈরি করতে টাকা খরচ হবে, এটা সবার প্রথম বিশ্বাস করতে শিখুন। সস্তায় চাইতে গিয়ে গুণগত মানের জন্য সমঝোতা করবেন না। তাতে ক্যাবিনেট-সহ নানা সামগ্রী মাত্র কয়েকদিনে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

Modular Kitchen

মডিউলার কিচেন তৈরি করতে গিয়ে রান্নাঘরে আলোর জোগান আসছে কিনা, তা দেখতে ভুলবেন না। নইলে ভবিষ্যতে রান্নাঘর ব্যবহার করতে গিয়ে বিপদে পড়বেন আপনি।

Modular-Kitchen

তাই মডিউলার কিচেন তৈরির সময় অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন। তারপর নিজের রান্নাঘর সাজান। নইলে সাধের রান্নাঘরের সৌন্দর্যের বৃদ্ধির তুলনায় কমবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement