Advertisement
Advertisement

Breaking News

Hero

চোখের নিমেষে ৮০% চার্জ, ছুটবে ১৪২ কিমি, হিরোর নয়া ই-স্কুটার কেনার খরচ কত?

থাকছে একাধিক আকর্ষণীয় ফিচার।

Hero Vida VX2 Launched 2 scooter
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 3, 2025 6:40 pm
  • Updated:July 3, 2025 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে ইলেকট্রনিক স্কুটারের। সেই কথা মাথায় রেখেই Vida VX2 লঞ্চ করল হিরো। বাজারে আসছে এর দুটি ভ্যারিয়্যান্ট, VX2 Plus ও VX2 Go। এর ডিজাইন যেমন নজর কাড়বে, তেমনই আরামদায়ক হবে সফর, যা সকলের মন কাড়বে বলেই আশাবাদী সংস্থা। কিন্তু কী কী ফিচার পাবেন হিরো-র এই Vida VX2-এ?

ব্যাটারি- Vida VX2 Go-এর প্রতি ঘণ্টায় শক্তি প্রয়োজন ২.২ কিলোওয়াট। যা একবার চার্জ দিলে চলবে ৯২ ঘণ্টা। এর আরেকটি ভ্যারিয়্যান্ট অর্থাৎ Vida VX2 Plus-এর ব্য়াটারি তুলনামূলক বড়। একবার চার্জ দিলে এটি যাবে ১৪২ কিলোমিটার।

ফিচার- Vida VX2-এর স্কুটারগুলোতে পাবেন একাধিক আকর্ষণীয় ফিচার। Vida VX2 Plus-এ পাবেন ৪.৩ ইঞ্চি TFT স্ক্রিন। Vida VX2 Go-এ পাবেন ৪.৩ ইঞ্চি এলসিডি ইউনিট। থাকছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। মাত্র একঘণ্টায় হবে ৮০ শতাংশ চার্জ।

দাম- VX2 Plus-এর এক্স শোরুম প্রাইজ (BaaS) রাখা হয়েছে ৫৯, ৪৯০ টাকা। Vida VX2 Go-এর ক্ষেত্রে দাম রাখা হয়েছে ৬৪, ৯৯০ টাকা। BaaS প্ল্য়ান ছাড়া এক্স শোরুম প্রাইজ রাখা হয়েছে ৯৯, ৪৯০ টাকা ও ৬৪, ৯৯০ টাকা।

তাই যদি দীর্ঘদিন ধরে স্কুটি কেনার প্ল্য়ান করে থাকেন, তাহলে আপনার জন্য আদর্শ হতে পারে Hero-এর Vida VX2 স্কুটারগুলো। তাই দেরি না করে চটপট কিনে ফেলতেই পারেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement