Advertisement
Advertisement
WhatsApp

WhatsApp কল রেকর্ড করতে পারছেন না? এখনই জেনে নিন পদ্ধতি

এই পদ্ধতি ফলো করলেই কেল্লাফতে।

Here is how Record WhatsApp Calls

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 3, 2025 6:29 pm
  • Updated:February 3, 2025 6:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর প্রয়োজনীয় সমস্ত ফোন আসে হোয়াটসঅ্যাপে? চাইলেও রেকর্ড করতে পারেন না? এই সমস্যা সমাধানের উপায় রয়েছে আপনারই হাতের মুঠোয়। ভাবছেন তো কীভাবে? নিমেষে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারবেন আপনি। তার জন্য শুধুমাত্র করতে হবে ছোট্ট একটি কাজ।

Advertisement

আট থেকে আশি বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলেই হোয়াটসঅ্যাপে সরগড়। অধিকাংশ অফিশিয়াল কাজেও এখন ব্যবহার হয় এই অ্যাপ। কারণ, শুধু মেসেজ তো নয়, এক অ্যাপেই ফোন, ভিডিও কল সবই করা যায়। কিন্তু সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। যেমন সাধারণ কল রেকর্ড করা যায়। ফলে ব্যস্ত সময়ে কেউ যদি ফোনে কোনও গুরুত্বপূর্ণ তথ্য দেন, তা নোট করতে না পারলেও সমস্যা নেই। কারণ, রেকর্ডেড কলটি শুনে নিলেই কেল্লাফতে। কিন্তু হোয়াটসঅ্যাপ কল তো সরাসরি রেকর্ড করার কোনও সুযোগ নেই। আর এখানেই বাঁধে গোল। তবে সমস্যা যেমন আছে, তেমনই রয়েছে সমাধানের উপায়ও।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে রেকর্ড করবেন হোয়াটসঅ্যাপ কল

১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। কাউকে কল বা ভিডিও কল করুন।

২.এবার ফোনের কুইক সেটিং বা কন্ট্রোল সেন্টারে যান। সেখানেই পাবেন স্ক্রিন রেকর্ডিং বাটন।

৩. অন করলেই শুরু হয়ে যাবে রেকর্ডিং। ফোন শেষ হলেই বন্ধ হবে রেকর্ডিং।

৪. এবার রেকর্ডিংটি সেভ করে নিলেই গ্যালারিতে তা মিলবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ