Advertisement
Advertisement
Prescription Plus

চিকিৎসা পরিষেবায় কী ভূমিকা ফরেনসিক নার্সিংয়ের? কলকাতায় আয়োজিত বিশেষ ওয়ার্কশপ

উপস্থিত ছিলেন বিশিষ্ট ফরেনসিক মেডিসিন, টক্সিকোলজি বিশেষজ্ঞ ও ফরেনসিক বিজ্ঞানীরা।

Prescription Plus: Relevance of forensic nursing highlighted at workshop
Published by: Buddhadeb Halder
  • Posted:July 17, 2025 8:21 pm
  • Updated:July 18, 2025 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয়ংবদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিংয়ের রাজারহাট কমপ্লেক্সে ফরেনসিক নার্সিংয়ের (Forensic Nursing) উপর একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়। দু’দিনের এই কর্মশালার আজ উদ্বোধন করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি কমল সরকার। উপস্থিত ছিলেন বিশিষ্ট ফরেনসিক মেডিসিন, টক্সিকোলজি বিশেষজ্ঞ ও ফরেনসিক বিজ্ঞানীরা।

Advertisement

ফরেনসিক নার্সিং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত হলেও এটি একটি আলাদা ক্ষেত্র। যেকোনও ফৌজদারি ঘটনায় তদন্তের স্বার্থে ফরেনসিক নার্সিং-এর ভূমিকা গুরুত্বপূর্ণ।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বেল ভিউ ক্লিনিকের সিইও মিঃ প্রদীপ টন্ডন বলেন, “স্বাস্থ্যসেবায় নেতৃত্ব দিতে গেলে শুধুমাত্র প্রযুক্তি কিংবা পরিকাঠামো যথেষ্ট নয়, প্রয়োজন সাহস, সহানুভূতি ও বিচক্ষণতা।” এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, “ফরেনসিক নার্সরা যেকোনও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। তারা একইসঙ্গে যত্নশীল ও সত্যসন্ধানী।”

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ রিনা দাস বলেন, “তদন্তের প্রাথমিক নীতির ক্ষেত্রে ফরেনসিক বিজ্ঞান উপযুক্ত পথ দেখাতে পারে। ফরেনসিক নার্সরা প্রমাণ সংগ্রহ এবং ডকুমেন্টেশনের জন্য কঠিন প্রোটোকল মেনে চলেন।”

পশ্চিমবঙ্গ সরকারের বেলগাছিয়ায় অবস্থিত ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ফরেনসিক বিজ্ঞানী ডাঃ বাবুল বন্দ্যোপাধ্যায় বলেন, “স্বাস্থ্যসেবা ও আইনি ব্যবস্থার মধ্যে ব্যবধান কমিয়ে আনতে ফরেনসিক নার্সিংকে একচেটিয়া ভাবে ব্যবহার করা প্রয়োজন।”

কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের অধ্যাপক ও প্রধান ডঃ সৌরভ চট্টোপাধ্যায় জোর দিয়ে বলেন যে, “ফরেনসিক নার্সরা আধুনিক যুগে চিকিৎসা পেশার নতুন মুখ।”

প্রিয়ংবদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিংয়ের অধ্যক্ষ দীপা সরকার দে জানান, “ফরেনসিক নার্সিংয়ের মূল দায়িত্বগুলির মধ্যে রয়েছে হিংসামূলক ঘটনার ডকুমেন্টেশন, ফরেনসিক ফটোগ্রাফি, নমুনা সংগ্রহ ও আইনি সহায়তা।”

অ্যাপোলো কলেজ অফ নার্সিং, পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং অন্যান্য নার্সিং প্রতিষ্ঠানের ১০০ জনেরও বেশি নার্সিং শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিয়েছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ