Advertisement
Advertisement
Prescription Plus

মুখস্থ করেও মনে থাকছে না পড়া? ছাত্রছাত্রীদের মেধাশক্তি বাড়াতে অব্যর্থ ৭টি উপায়

এই অভ্যাসগুলি ছাতছাত্রীরা নিয়মিত মেনে চললে দ্রুত মিলবে সুফল।

Prescription Plus: 7 habits will improve students brain function
Published by: Buddhadeb Halder
  • Posted:July 18, 2025 2:35 pm
  • Updated:July 18, 2025 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিন বইয়ের পাতায় মুখ গুঁজে রয়েছে আপনার সন্তান। তবুও মাথা থেকে নিমেষে উবে যাচ্ছে সবকিছু! কিছুই মনে থাকছে না? নতুন চিন্তা ভাবনাও আসছে না। এ সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু এর জন্য হতাশ হওয়ার কিছু নেই। কয়েকটি অভ্যাস নিয়মিত মেনে চললে স্মৃতিশক্তি তো বাড়বেই, সেই সঙ্গে উদ্ভাবনী শক্তিও তীক্ষ্ণ হবে। 

Advertisement

Following these 7 habits will improve students brain function

১. ঘুম থেকে উঠেই এক গ্লাস জল পান করুন। ঘুমের সময় প্রায় ৭-৮ ঘণ্টা শরীর জলহীন অবস্থায় থাকে। ফলে, ঘুম থেকে উঠে প্রথমেই শরীরকে হাইড্রেশন করতে হবে। এর ফলে ছাত্রছাত্রীরা নতুন উদ্যমে দিন শুরু করতে পারবে। হাইড্রেটেড শরীর মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য।

২. প্রতিদিন অন্তত ২০ মিনিট ব্যায়াম করুন। শারীরিক কার্যকলাপ মস্তিষ্কে রক্ত ​​প্রবাহ বাড়াতে সাহায্য করে। মস্তিষ্কে সঠিক রক্ত ​​প্রবাহের ফলে ব্রেন তার কাজ আরও ভালোভাবে সম্পন্ন করতে পারে এবং স্মৃতিশক্তির উন্নতি ঘটে।

৩. ছাত্র-ছাত্রীদের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ঘুম মস্তিষ্কে দিনের বেলায় শেখা সমস্ত তথ্য সঠিকভাবে স্টোর করতে সাহায্য করে, যা মনে রাখার জন্য অপরিহার্য।

Following these 7 habits will improve students brain function

৪. মস্তিষ্কের পুষ্টির জন্য সঠিক খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি। আপনার খাদ্যতালিকায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ, বাদাম ইত্যাদি রাখুন। এই খাবারগুলো মস্তিষ্কের স্বাস্থ্য ও কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক।

৫. পড়াশোনার ক্ষেত্রে ফাইনম্যান টেকনিক খুব কার্যকরী। এই পদ্ধতিতে কোনও জটিল বিষয়কে সহজভাবে নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়, যেন আপনি অন্য কাউকে শেখাচ্ছেন। এটি বিষয়বস্তুকে গভীরভাবে বুঝতে এবং মনে রাখতে ছাত্রছাত্রীদের সাহায্য করে।

৬. একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করবেন না। একবারে একটি কাজেই মনোযোগ দিন। যাতে আপনি সেটি ভালোভাবে শেষ করতে পারেন। এতে ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়ে এবং শেখা বিষয়গুলো আরও ভালোভাবে মনে থাকে।

৭. প্রতিদিন অন্তত ৫-১০ মিনিট মেডিটেশন করুন। মেডিটেশন মনকে শান্ত করে, মনোযোগ বাড়ায় এবং একইসঙ্গে মানসিক চাপ কমায়।

এই বিষয়গুলি নিয়মিত অনুসরণ করলে ছাত্র-ছাত্রীদের স্মৃতিশক্তি যেমন বাড়বে, তেমনই তারা পড়াশোনায় আরও ভালো ফল করতে পারবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ