Advertisement
Advertisement
Health Tips

দুধের সঙ্গে ভুলেও নয় এই ৬টি খাবার, উপকারের বদলে ক্ষতি হবে শরীরের!

জেনে নিন কোন খাবারগুলি এড়িয়ে চলবেন!

Health Tips: 6 foods to avoid consuming with milk
Published by: Buddhadeb Halder
  • Posted:August 2, 2025 6:14 pm
  • Updated:August 2, 2025 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুধকে বলা হয় সুষম খাদ্য। এই পানীয়ে চুমুক দিলেই মেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি। দুধে রয়েছে ল্যাকটোজ, প্রোটিন, খনিজ ও ভিটামিন। দুধ খেলে শারীরিক সুস্থতার সঙ্গে রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এড়িয়ে চলা যায় বিভিন্ন রোগ-ভোগ।

Advertisement

কিন্তু এহেন উপকারী পানীয় আবার কয়েকটি জিনিসের সঙ্গে মিশিয়ে খেলেই ঘটতে পারে বিপদ। উপকারের বদলে উলটে শরীরের ক্ষতি হয়। আপনার মনে প্রশ্ন উঠতেই পারে কী সেই খাবারগুলি যার সঙ্গে দুধ একেবারেই নয়? চলুন জেনে নেওয়া যাক।

Health Tips: 6 foods to avoid consuming with milk

দুধের সঙ্গে লেবু নৈব নৈব চ
লেবু হচ্ছে ভিটামিস সি-এর ভাণ্ডার। প্রতিটা সাইট্রাস ফলই অত্যন্ত উপকারী। তবে লেবু ও দুধ কখনওই একসঙ্গে নয়। এই কম্বিনেশন অত্যন্ত সর্বনাশা। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দুধের সঙ্গে বিক্রিয়া ঘটায়। ফলে, পেট ব্যথা থেকে শুরু করে বমিও হতে পারে। আপনি যদি দুধ খাওয়ার ১ ঘন্টা পর লেবু খান তাহলে অবশ্য খুব একটা সমস্যা হবে না। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Health Tips: 6 foods to avoid consuming with milk

দুধ ও হাই প্রোটিন একসঙ্গে একদম নয়
অনেকেই মাছ-মাংসের সঙ্গে দুধের পদ আয়েস করে খান। কিন্তু এমনটা করলে হজমে গুরুতর ব্যাঘাত ঘটতে পারে। এমনকী শুরু হতে পারে পায়খানা, বমিও। দুধের সঙ্গে একাধিক প্রোটিন জাতীয় খাবার কখনওই একসঙ্গে খাবেন না। এতে স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে।

Health Tips: 6 foods to avoid consuming with milk

দুধে-কলায় আলাদা থাকুন
অনেকেই ব্রেকফাস্টে দুধ ও কলা একসঙ্গে খেয়ে থাকেন। অন্যদের মতো এই ভুল আপনিও করে বসবেন না যেন! তাহলেই শরীরের বারোটা বাজবে। দুধ ও কলা একসঙ্গে খেলে হজমে সমস্যা হয়। এমনকী আয়ুর্বেদ মতে, দুধ আর কলা একসঙ্গে খেলে শরীরে কফের প্রভাব বাড়ে। যাদের হজম ক্ষমতা দুর্বল তাদেরকে এই দুটি খাবার একসঙ্গে খেতে বারণ করেছেন বিশেষজ্ঞরা।

Health Tips: 6 foods to avoid consuming with milk

ইডলি দোসাকে দুধের থেকে দূরে রাখুন
ইডলি, দোসা হল ফার্মেন্টেড ফুড। এর সঙ্গে দুধ খেলেই শরীরে নানা সমস্যা দেখা দেবে। বিশেষ করে যারা ল্যাকটোজ ইনটলারেন্ট হন, তারা ইডলি বা দোসার সঙ্গে দুধ ভুলেও খাবেন না। এতে পেটে গ্যাস জমে পেট ফাঁপার মতো রোগ দেখা দিতে পারে। একইসঙ্গে অম্বল অ্যাসিডিটির মতো সমস্যাতেও ভোগার আশঙ্কা থাকে।

Health Tips: 6 foods to avoid consuming with milk

চকোলেট ও দুধ একসঙ্গে খাওয়ার বদভ্যাস ত্যাগ করুন
সাধারণত চকোলেট ও দুধ একসঙ্গে খেলে খুব একটা সমস্যা হয় না। এই দুটি জিনিস একসঙ্গে খেতেও দারুণ লাগে। তবে, কোকোতে থাকা অক্সালেট দুধ থেকে ক্যালসিয়াম শোষণে বাধা তৈরি করে। এমনকী ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে।

chocolate

ফাস্টফুডকে দুধের থেকে দূরে রাখুন
ব্যস্ত জীবনে অনেকেই প্রায়দিন রাতে পিজ্জা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই বা বিরিয়ানি খেয়ে থাকি। আর তারপরই ঢক করে এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। মনে করি এতেই শরীর সুস্থ থাকবে। কিন্তু এভাবে শরীরের বারোটা বাজানো ছাড়া আর কিছুই হয় না। দুধের পুষ্টিমূল্য তো পাওয়া যায় না, উপরন্তু বদহজমের সমস্যা দেখা দেয়।

তাই, চেষ্টা করুন দুধের সঙ্গ এই খাবারগুলি না খাওয়ার। নিয়ম মেনে চললে তবেই স্বাস্থ্যরক্ষা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ