সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে রোদ-বৃষ্টির খেলা লেগেই রয়েছে। কখনও সামান্য রোদ, কখনও একটানা বৃষ্টি, কখনও আবার আকাশের মুখ ভার। এদিকে করোনা সংকটের আবহে খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরনো উচিত নয়। এমন পরিস্থিতিতে আবার বৃষ্টির কারণে ম্যালেরিয়া (Malaria), ডেঙ্গুর (Dengue) মতো রোগ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। ম্যালেরিয়াকে মোটেও হালকাভাবে নেবেন না। যদি নেন তাহলে অ্যানোফিলিস মশার কামড়ের যন্ত্রণা হাড়ে হাঁড়ে টের পাবেন। তখন কী করবেন? ডাক্তারের কাছে তো অবশ্যই যাবেন, পাশাপাশি নিজের রোজকার ডায়েটে এমন কিছু খাবার রাখবেন যা আপনার শরীরকে শক্তি জোগাবে। যেমন-
ম্যালেরিয়া হোক বা না হোক। রোজকার খাবারের তালিকায় পুষ্টিকর খাবার থাকলে আর নিয়ম মেনে তা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। করোনা সংকটের এই আবহে সুস্থ শরীরই তো আপনার সবচেয়ে বড় সম্পদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.