সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের স্বাস্থ্য ভালো রাখতে মূত্রই নাকি সেরা উপাদান! হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ ধোয়ার জন্য জল নয়, নিজের মূত্রই ভরসা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছেন পুণের এক মহিলা। নাম নূপুর পিটি। তিনি নিজেকে সোশাল প্ল্যাটফর্মে ‘জীবন প্রশিক্ষক’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। কোনও ওষুধ ব্যবহার না করে কীভাবে ‘প্রাকৃতিক’ নিয়মে ভালো থাকা যায়, তা নিয়েই সমাজমাধ্যমে নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন তিনি। সম্প্রতি প্রস্রাব দিয়ে চোখ ধোয়ার একটি ভিডিও পোস্ট করে তিনি সমালোচনার মুখে পড়েন। বিষয়টিকে ‘প্রাকৃতিক ঔষধি’ বলে উল্লেখ করাতেই খেপেছেন নেটিজেনরা। ‘ভাইরাল’ হওয়া এই ভিডিওটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরাও।
প্রস্রাব একটি বর্জ্য পদার্থ। এর মধ্যে ৯৫ শতাংশ জল। বাকি ৫ শতাংশ ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, লবন ও অন্যান্য বিপাকীয় বর্জ্য থাকে। অথচ ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় একটি পাত্র থেকে দু’টি কাপে স্বচ্ছ তরল ঢালছেন নূপুর। পরে সেই তরল দিয়ে তিনি নিজের চোখ ধুচ্ছেন। সেই তরল যে আসলে তাঁরই প্রস্রাব একথা কথা তিনি জানান। এমনকী তিনি এও বলেন, এই নিয়ম মেনে চললে চোখের শুষ্কতা, জ্বালাভাব, হঠাৎ চোখ লাল হয়ে যাওয়া প্রভৃতি চক্ষু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
Please don’t put your urine inside your eyes. Urine is not sterile.
Boomer aunties trying to be cool on Instagram is depressing…and terrifying.
Source:
— TheLiverDoc (@theliverdr)
বিখ্যাত হেপাটোলজিস্ট সিরিয়াক অ্যাবি ফিলিপ্স এক্স হ্যান্ডেলে নূপুরের ভিডিওটি পোস্ট করে সর্বসাধারণকে সচেতন করতে গিয়ে লিখেছেন, “দয়া করে আপনার চোখের ভিতরে প্রস্রাব দেবেন না। প্রস্রাব জীবাণুমুক্ত নয়।” এমনকী তিনি এই ঘটনাটিকে অত্যন্ত ‘হতাশাজনক ও ভয়ংকর’ বলেও মন্তব্য করেন।
এক নেটিজেনের প্রতিক্রিয়া, “সকালের প্রথম প্রস্রাবে দিনের অন্যান্য সময়ের চাইতে বেশি ব্যাকটেরিয়া থাকে, এই প্রস্রাব দিয়ে নিজের চোখ ধোয়ার মতো ঘটনাটা শুধু যে ভুল তা নয়, অত্যন্ত বিপজ্জনকও বটে।”
নেটিজনদের মধ্যে সমালোচনার ঝড় উঠতেই ভিডিওটি সমাজমাধ্যম থেকে তড়িঘড়ি সরিয়ে নেন নূপুর। একজন স্বাস্থ্য-প্রশিক্ষক হিসেবে কী করে তিনি এমন অবান্তর টোটকা প্রচার করতে গেলেন, তা ভেবে বেজায় চটেছেন তাঁর ভক্তকূল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.