সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে বাজারচলতি প্রসাধনীর ভিড়ে রূপচর্চায় ঘরোয়া টোটকা অনেকটাই ব্রাত্য। অনেকেই নানা ধরনের ফেসপ্যাক, শিট মাস্ক ব্যবহার করেন। কেউ বা আবার গোলাপ, বেলি, জুঁই নানা ফুলের সুবাসযুক্ত ক্রিম, ফেসপ্যাক ব্যবহার করেন। সেই তালিকায় আবার ফলও রয়েছে। তবে ফুল দিয়ে যদি রূপচর্চা করতেই হয় তাহলে আর বাজারচলতি পণ্য কিনবেন কেন? তার থেকে বরং বাড়িতেই টাটকা ফুল দিয়ে বানিয়ে নিন ফেসমাস্ক। ত্বকের জন্য দারুণ উপযোগী।
জুঁই ফুল
এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। জুঁই ফুল থেঁতো করে নিন। এর সঙ্গে অ্যালোভেরার রস এবং মধু মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক টানটান ও মসৃণ হয়ে উঠবে। নিয়মিত ব্যবহারে বলিরেখা কমবে। এর সঙ্গে দুধ এবং বেসন মিশিয়েও মাখতে পারেন।
শরীর ভালো রাখতেও জুঁই ফুলের নির্যাসযুক্ত চা খাওয়ার চলও রয়েছে। এসেনশিয়াল অয়েল হিসেবেও জেসমিন অয়েলের জুড়ি মেলা ভার! ত্বকের আর্দ্রতা ধরে রাখবে আবার মুখের জেল্লাও ফেরাবে জুঁইফুল।
জবা ফুল
জবার পাপড়িগুঁড়ো, দুধ এবং মধুর মাস্ক দারুণ কার্যকরী। শুষ্ক ত্বক এবং বলিরেখা পড়ে গেলে এই মাস্ক ব্যবহার করুন। কীভাবে? জবা ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়িয়ে নিন। ২ টেবিল চামচ জবাফুলের পাপড়ির গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে ২ টেবিল চামচ দুধ এবং কয়েক ফোঁটা মধু ভালো করে মিশিয়ে মুখে মেখে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে নিন। এই প্যাক ত্বক টান টান রাখে ও ত্বকে আর্দ্রতার অভাব মেটায় এবং ব্রণ নিয়ন্ত্রণেও বড় ভূমিকা পালন করে।
রজনীগন্ধা
শুষ্ক-রুক্ষ ত্বকে প্রাণ ফিরিয়ে আনতে রজনীগন্ধার জুড়ি মেলা ভার! পুরোপুরি প্রস্ফুটিত রজনীগন্ধা ফুলের পাঁপড়ি বেটে নিয়ে তার সঙ্গে সামান্য ঘি ও মধু মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বকের জেল্লা বাড়ে এতে।
গোলাপ
গোলাপে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। তারুণ্য ধরে রাখতে যা উপযোগী। ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে ফুলটি। টোনার হিসেবে গোলাপ জলের ব্যবহার হয়। বাড়িতে গোলাপজল তৈরি করে তার সঙ্গে ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ২ টেবিল চামচ গোলাপজল আর রোজ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। সেটা ব্যবহার করে ১৫ মিনিট রেখে জলে ধুয়ে ফেলুন।
সতর্কতা
১) ফুল ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে নিন।
২) ধোয়ার পরও ফুলে পোকা আছে কিনা তা দেখে নিন।
৩) ফুলের রস ব্যবহার করার আগে হাতের কোনও অংশে তা ব্যবহার করে দেখুন, এর থেকে আপনার অ্যালার্জি হয় কি না।
৫) রূপচর্চায় কাজে কোনও ফুলই সরাসরি ব্যবহার করা উচিত নয়। তাই অবশ্যই কোনও কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.