Advertisement
Advertisement
Silver Filigree

পয়লা সাজে রূপো ইন, এই ডিজাইনের গয়না পরে নববর্ষে হয়ে উঠুন অনন্যা

প্রাচীনত্বের বিচারে রূপোর গয়না খুবই ঐতিহ্যশালী।

Silver Filigree a new trend in bengali new year

ছবি সংগৃহীত

Published by: Manasi Nath
  • Posted:April 10, 2025 9:08 pm
  • Updated:April 11, 2025 1:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনার গয়না অতি মহার্ঘ্য! বলা যায় তা সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে দিনে দিনে। তাই সোনা সরিয়ে ইদানীং অনেকেই রূপোর দিকে ঝুঁকেছেন। রূপো, জার্মান সিলভার সবই এখন ফ্যাশন ট্রেন্ডে ইন। এবছর আপনার পয়লা বৈশাখের সাজের তালিকায়ও রাখতে পারেন রূপো। হালফ্যাশনের রূপোর গয়নার চাহিদাও বর্তমানে আকাশছোঁয়া। বিশেষত সিলভার ফিলিগ্রি। নায়িকা থেকে গৃহবধূ সকলেই নিজের স্টাইল স্টেটমেন্টে সিলভার ফিলিগ্রি রাখছেন।

Advertisement

অভিনেত্রী অপরাজিতা ঘোষ সম্প্রতি তাঁর সোশাল মিডিয়া পেজে সিলভার ফিলিগ্রির প্রতি নিজের অনুরাগের কথা জানিয়েছেন। তাঁর হাতের কাঁকন ও গলার হারের সুক্ষ্ম ডিজাইন নেটিজেনদের নজর কেড়েছে। তিনি নিজেই জানিয়েছেন, তাঁর এই গয়না যা ‘তারাকাসি’ নামে পরিচিতি তা তিনি ওড়িশার কটক থেকে কিনেছিলেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, ওড়িশার কটককে ভারতের রূপালী শহর বলা হয়। শতাব্দী প্রাচীন চণ্ডী তারাকাসি আসলে রূপোর ফিলিগ্রি শিল্প। মুঘলদের শাসনকালে কটকে এই শিল্পের প্রচলন হয়। তারপর থেকে শুধু কটক নয় দেশের নানা অংশে গয়না শিল্পীরা এই ধরনেই গয়না প্রস্তুত করেন। তারা শব্দের অর্থ তার এবং কাসির অর্থ নকশা বোঝায়। সরু তারের সূক্ষ্ম নকশার এই গয়না বর্তমানে বাংলার গয়না শিল্পীরাও তৈরি করেন। এই বছর পয়লা বৈশাখে আপনি সেজে উঠতে পারেন তারাকাসির সাজে। কিংবা রূপোর যেকোনও গয়নাই হতে পারে আপনার সাজের অঙ্গ। কানের দুল থেকে হার, চুরি, আংটি যেকোনও ধরনের গয়না বেছে নিতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই গয়না আপনার সাজে আলাদা মাত্রা যোগ করবে, সেকথা বলাই যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ