Advertisement
Advertisement
Poila Boishakh Fashion

হ্যান্ডলুম শাড়ি, রুপোর গয়না, পয়লা বৈশাখের সাজ হোক স্বস্তিকার মতো স্নিগ্ধ

বৈশাখী লুকে থাকুক সাহস আর আভিজাত্যের মিশেল।

Poila Boishakh 2024: Swastika mukherjee in handloom saree silver jwellery

স্বস্তিকা মুখোপাধ্যায় (ছবি- ইনস্টাগ্রাম)

Published by: Sandipta Bhanja
  • Posted:April 4, 2024 9:44 pm
  • Updated:April 4, 2024 9:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যান্ডলুম শাড়ি আর রুপোর গয়নায় সাজে পয়লা বৈশাখে নিজেকে মোহময়ী করে তুলতে চান? তাহলে স্বস্তিকা মুখোপাধ্যায়ের থেকে টিপস নিন। কখনও হালকা সুতির শাড়ির সঙ্গে জমকালো সুতোর কাজ করা ব্লাউজ, আবার কখনও বা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে মানানসই গয়নায় নেটদুনিয়ার ব়্যাম্প কাঁপান তিনি। সাহস আর আভিজাত্যের এক অদ্ভুত মেলবন্ধন থাকে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাজপোশাকে।

Advertisement

বৈশাখের ভ্যাপসা গরমে হ্যান্ডলুম শাড়ি কিন্তু বড়ই আরামদায়ক। আর তার সঙ্গে যদি রুপোর গয়না হয়, তাহলে কেয়া বাত! সাজ জমে ক্ষীর। কীভাবে সাজবেন? স্বস্তিকার মতো বেছে নিতে পারেন মসলিন ম্যাটেরিয়ালের শাড়ি। তাঁর আইভরি রঙের শাড়ির কুচিতে হালকা নিলের ছোঁয়া ফুল-পাতার প্রিন্ট। আর আঁচলে লাল রঙের প্রিন্ট। যেমন কেতাদুরস্ত শাড়ি, তেমনই মানানসই স্বস্তিকার মেকআপ। ম্যাচিং রঙের গলাবন্ধ ব্লাউজ দিব্যি মানিয়ে গিয়েছে তার সঙ্গে। কানে ভারি দুল। কপালে ছোট্ট টিপ আর ঠোঁটে গাঢ় লিপস্টিক। চোখে টানা গাঢ় আইলাইনার, মাসকারা। ভীষণ মিনিম্যাল মেকআপ। পয়লা বৈশাখের জন্য এই লুক একেবারে পারফেক্ট।

স্বস্তিকার রুপোর গয়নার সম্ভারও দারুণ। অভিনেত্রীর মতোই হ্যান্ডলুম শাড়ির সঙ্গে মানিয়ে পরুন রুপোর নথ, কানপাশা কিংবা টানা কানের। পয়লা বৈশাখের লুকে যে একটা সনাতনী ছোঁয়া থাকবে, তা বলাই বাহুল্য। দিনে হোক বা রাতে, পয়লার সাজ হোক স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো স্নিগ্ধ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: টানা ৮ দিনের পরিশ্রমে তৈরি মনামীর নকশিকাঁথা গাউন, জানুন নেপথ্যের গল্প]

ছক ভাঙা সাজ মানেই স্বস্তিকা। আনকোরা সাজপোশাকে বারবারই তিনি ট্রেন্ড সেট করে এসেছেন। অভিনয় ছাড়াও নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবসময়ে খবরের শিরোনামে তিনি। তাঁর শাড়ি, ব্লাউজের কালেকশন দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়া জোগাড় হয়। গয়নার কালেকশনও নেহাত মন্দ নয়! সোনা, রুপো, হালফিলের রকমারি গয়নার সম্ভার অভিনেত্রীর কাছে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের স্নিগ্ধ সাজপোশাকের বারবার মুগ্ধ হন অনুরাগীরা। তাই পয়লা বৈশাখের সাজে বাজিমাত করতে হলে তাঁকেই অনুসরণ করা মন্দ হবে না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: চর্চায় দেবলীনার ফিল্মফেয়ার ফ্যাশন, অভিনেত্রী বলছেন, ‘এক্সপেরিমন্ট দরকার’]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ