Advertisement
Advertisement

‘উফফ গরম…’! পিঠখোলা ব্লাউজ, সিক্যুইন শাড়িতে মিমিকে দেখে কুপোকাত পুরুষ ভক্তরা

ভরা বর্ষায় চুইয়ে পড়ছে যৌন আবেদন...।

Mimi Chakraborty's Monsoon photoshoot in glittery turquoise Saree
Published by: Sandipta Bhanja
  • Posted:July 17, 2023 7:41 pm
  • Updated:July 17, 2023 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাড়িতেই পারফেক্ট নারী… আরও একবার প্রমাণ করলেন মিমি চক্রবর্তী। প্রকৃতি তার বড়ই প্রিয়। আর তাই সাজপোশাকের মধ্য দিয়েই যেন প্রকৃতির সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুললেন ফ্যাশন সচেতন নায়িকা।

Advertisement

পরনে আকাশনীল রঙের সিক্যুইন শাড়ি। পিঠখোলা ব্লাউজ। ডিপকাট নেকলাইন। কোনওরকম অলঙ্কারের আতিশয্য নেই! কানে শুধুমাত্র ছোট্ট হিরের দুল। হাতে সরু স্টোনের রিস্টলেস। ব্যস, আর তাতেই কুপোকাত নেটপাড়া! লাস্যময়ী মিমি চক্রবর্তীর রূপের ছটায় পুরুষ ভক্তদের হৃদস্পন্দন যে বেড়ে গিয়েছে, অভিনেত্রীর ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে উঁকি দিলেই তা বেশ বুঝতে পারবেন।

শ্রাবণের পয়লা দিনেই সাংসদ-অভিনেত্রী যেন ‘নীল পরি’। আকাশি রঙের এই শাড়িজুড়ে সিক্যুইন ওয়ার্ক করা। ব্লাউজও মানানসই। একই প্যাটার্নের। বর্ষাযাপনের বিশেষ ফটোশুটের জন্য খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের কালেকশন থেকে এই শাড়ি বেছে নিয়েছেন মিমি। স্টাইলিং এবং মেকআপের নেপথ্যে অভিনেত্রীর নিজস্ব টিম। অভিনেত্রীর ফ্যাশন সেন্স বরাবরই প্রশংসনীয়। এবার নীল-সাদা সিক্যুইন শাড়িতে টলিপাড়ায় যেন নতুন ফ্যাশন ট্রেন্ড তৈরি করলেন মিমি চক্রবর্তী।

[আরও পড়ুন: সাদা শাড়ি রুপোর গয়না, অভিষেক রায়ের পোশাকে টলিপাড়ার বিয়ের ট্রেন্ড ভাঙলেন শ্রুতি]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

টলিপাড়ার ফ্যাশনিস্তাদের তালিকায় স্বস্তিকা মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়দের নাম যেমন থাকে, তেমন মিমিও সেই একই তালিকায় বিরাজ করছেন। এবার মনসুন ফটোশুটে নেটপাড়ায় আগুন ধরিয়ে দিলেন অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: দুধ সাদা পোশাক, উন্মুক্ত বক্ষবিভাজিকা, ‘কাউগার্ল’ লুকে পারফেক্ট ঋতাভরী]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement