Advertisement
Advertisement
Durga Puja Lifestyle

ম্যাট মেকআপে দীপিকার মতো ‘গ্লাস স্কিন’ পেতে চান পুজোয়? রইল টিপস

কীভাবে এই মেকআপ করবেন জেনে নিন।

how to To Achieve Deepika Padukone’s Lit-From-Within-Glow in this puja
Published by: Arani Bhattacharya
  • Posted:September 18, 2025 6:09 pm
  • Updated:September 18, 2025 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও উৎসবে আমজনতার সেজে ওঠার ক্ষেত্রে একটা বড় ভরসাস্থল বলা যায় নায়িকারা। সেভাবেই আপনি কিন্তু এই বিষয়ে নায়িকা দীপিকা পাড়ুকোনের মতো সেজে উঠতে পারেন। দীপিকা মূলত ম্যাট মেকআপে ‘গ্লাস স্কিন’এ নজর কাড়েন। অন্যদিকে পুজোর ভিড়ে হালকা মেকআপে সেজে ওঠার মতো স্বস্তি আর কিছুতে নেই। তাই চোখ বন্ধ করে আপনি ফলো করতে পারেন ঠিক দীপিকার মতো মেকআপ। কীভাবে এই মেকআপ করবেন জেনে নিন।

Advertisement

প্রথমে ভালোভাবে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিয়ে মুখ তোয়ালে দিয়ে মুছে নিয়ে ভালোভাবে মুখের ত্বক শুকিয়ে নিন। এরপর আপনার ত্বকের সঙ্গে যায় এরকম ময়শ্চারাইজার ভালোভাবে মুখে মেখে নিন। এরপর আপনার চোখের তলায় এবং প্রয়োজন হলে মুখে হালকা দাগ থাকলে সেই জায়গাগুলিতেই কনসিলার লাগিয়ে ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। যদি কনট্যুর করতে চান তাহলে মুখের সঠিক সেই জায়গাগুলিতে কনট্যুর করে নিন আবারও ব্লেন্ডার দিয়ে। বেসিক মেকআপের এই পর্ব মিটে গেলে এবার আপনার ত্বকের সঙ্গে যায় এরকম ফাউন্ডেশন আপনার মুখে ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন। যাতে তা আপনার ত্বকের সঙ্গে সঠিকভাবে মিশে গিয়ে একটা ন্যাচারাল গ্লো তৈরি করতে পারে। চাইলে ব্লেন্ডারের বদলে মেকআপ ব্রাশও ব্যবহার করতে পারেন।

মুখের ত্বকের পাশাপাশি সঠিকভাবে চোখের মেকআপও করতে হবে দীপিকার মতো তাই ঠিক তাঁর পছন্দের রঙের শ্যাডো ব্যবহার করুন। চোখের নিচে একটি ব্রাশে করে লুজ পাউডার দিয়ে চোখের উপরের অংশে মূলত ব্রাউন রঙের আইশ্যাডো একটি সঠিক ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিন। এতে ন্যাচারাল গ্লো যেমন থাকবে তেমনই সুন্দর লাগবে আপনার চোখ। চাইলে কিছুটা শিমারি আইশ্যাডোও ব্যবহার করতে পারেন নায়িকার মতো। সঙ্গে আপনার আঁখিপল্লব আরও সুন্দর দেখাতে মাসকারা ব্যবহার করতে ভুলবেন না। সঙ্গে আই লাইনারও কিন্তু মাস্ট। ঠিক এভাবে চোখের মেকআপ সারেন দীপিকা। পুরো মেকআপের সঙ্গে যাবে ঠিক সেরকম মানানসই ন্যুড রঙের লিপস্টিক ব্যবহার করুন। তাতে আপনার মেকআপ কখনই অতিরিক্ত মনে হবে না। শেষে সামান্য ব্লাশার ও হাইলাটার দিয়ে নিলেই আপনার পুজোর আপনার মেকআপ সম্পূর্ণ। পুজোর ভিড়ে যাতে মেকআপ নষ্ট না হয় তাই সবশেষে মেকআপ সেটিং স্প্রে-ও দিয়ে নিতে পারেন। আর এভাবে সেজে উঠতে পারলেই কিন্তু এই পুজোয় দীপিকার আদলে সেজে উঠতে পারবেন আপনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement