Advertisement
Advertisement
Durga Puja Lifestyle

পুজোর ভিড়ে ঘেঁটে যায় চোখের কাজল? এই উপায়ে হবে দীর্ঘস্থায়ী, রইল টিপস

ঠাকুর দেখতে গিয়ে ঘেমে চোখের কাজল ঘেঁটে যাচ্ছে? কীভাবে দীর্ঘস্থায়ী রাখবেন জেনে নিন।

Durga Puja Lifestyle: Kajal Smudging Fixes some Ways to Keep It All Day
Published by: Arani Bhattacharya
  • Posted:September 20, 2025 5:00 pm
  • Updated:September 20, 2025 5:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর সাজ হবে নজর কাড়া। আর সব সাজের সঙ্গে মানানসই আই মেকআপ না হলে চলে? খুব বেশি না হলেও পুজোর সাজ সম্পূর্ণ করতে চোখে গাঢ় হোক বা বেসলাইন কাজল মাস্ট। কিন্তু পুজোয় এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখতে গিয়ে গরমে ঘেমে চোখের কাজল ঘেঁটে যাচ্ছে? কীভাবে তা দীর্ঘস্থায়ী রাখবেন জেনে নিন। রইল টিপস।

Advertisement

মুখে মেকআপ করার আগে ঠিক যেভাবে মুখ পরিষ্কার করে নিয়ে মেকআপ শুরু করেন সেভাবেই চোখের মেকআপ করার ক্ষেত্রেও সচেতন হন। মেকআপ করার আগে মুখের মতোই চোখ ভালোভাবে পরিষ্কার করে নিন। পাশাপাশি একটি কটন প্যাডে মাইসেলার ওয়াটার বা যে কোনও মেকআপ রিমুভার দিয়ে চোখের পাতা-সহ চোখের বাইরের অংশ পরিষ্কার করে নেবেন অবশ্যই। প্রথমে এই পদ্ধতি মেনে চললে চোখের বেস মেকআপ করতে সুবিধা হবে।

এরপর আপনার ত্বকের সঙ্গে যায় এমন ফাউন্ডেশন ও কনসিলার দিয়ে চোখে কাজল লাগানোর আগে ওই অংশে ভালো করে প্যাট করে নিয়ে বেস তৈরি করে নিন। এরপর আপনার পছন্দের কাজল অ্যাপ্লাই করুন চোখে। মনে রাখবেন আপনি কী ধরনের কাজল ব্যবহার করছেন তার উপরেও নির্ভর করে আপনার চোখের কাজল যাতে না ঘাঁটে। যা ম্যাট লুক দেয় চোখে অথবা দীর্ঘক্ষণ একইভাবে চোখে থাকবে এমন কাজল ব্যবহার করার চেষ্টা করুন।

এছাড়াও আইশ্যাডো দিয়েও কিন্তু আপনার চোখের কাজল দীর্ঘস্থায়ী করতে পারেন। যা শুধুই আপনার চোখের কাজল স্মাজ হতে দেবে না এমনটা নয়। একইসঙ্গে চোখের পুরো মেকআপের একটা আলাদা লুক তৈরি করবে। চোখে কাজল লাগানোর পর আইশ্যাডো ব্রাশ দিয়ে আপনার পছন্দের ও মানানসই রঙের আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করে নিন। এতে আপনার চোখের কাজল দীর্ঘস্থায়ী হবে।

অনেকেই চোখে গাঢ় কাজল পরতে ভালোবাসেন। সেক্ষেত্রে স্মাজ করার সম্ভবনা থাকে প্রবল তাই চেষ্টা করবেন প্যাণ্ডেলে ঠাকুর দেখার পরিকল্পনা থাকলে মেকআপের দিকেও সচেতন হতে হয়। তাই চেষ্টা করুন মোটা করে কাজল না পরতে। একইসঙ্গে আপনার মেকআপ শেষ হওয়ার পর আপনার ত্বকের সঙ্গে যায় এমন কোনও মেকআপ সেটিং স্প্রে ভালো করে মুখে স্প্রে করে নিন। যাতে শুধুই মুখের ফাউন্ডেশনই নয় বরং আপনার চোখের মেকআপও একইরকম থাকে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ