সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ই-কমার্স সাইটগুলোর দৌলতে বাজারে গিয়ে কেনাকাটা প্রায় বন্ধের পথে। অনলাইন কেনাকাটায় যেমন সময় বাঁচে, তেমন অফারেরও ছড়াছড়ি। অনেকেই আবার জিনিস পছন্দ করে কার্টে রাখেন সেল শুরু হলে কিনবেন বলে। কারণ, বছরের নির্দিষ্ট কিছু সময় আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয় ই-কমার্স সংস্থাগুলো। এই জুলাইয়ে প্রাইম ডে সেল নিয়ে এল আমাজন। কবে থেকে শুরু এই অফার? জানেন চলবে কতদিন?
সংস্থা সূত্রে খবর, আমাজন প্রাইম ডে সেল শুরু হচ্ছে আগামী ১২ জুলাই। চলবে দু’দিন। অর্থাৎ ১৪ জুলাই পর্যন্ত। সেল মানেই ছাড়। এমনিতেই প্রায় সমস্ত সামগ্রীই মিলবে অন্য়ান্য সময়ের তুলনায় বেশ খানিকটা কমে। তবে ৮ উপায়ে পেতে পারেন বাড়তি ছাড়। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী।
১. আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।
২. এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন বাড়তি ১০ শতাংশ ছাড়।
৩. আইসিআইসিআই ওএসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআইতে শপিংয়ে পাবেন আরও ১০ শতাংশ ছাড়।
৪. আমাজন পে-এর দ্বারা ইউপিআই পেমেন্ট, যদি লেনদেনের পরিমাণ ন্যূনতম ১০০০ টাকা হয়, পাবেন ফ্ল্যাট ১০০ টাকা ক্যাশব্যাক।
৫. আমাজন পে লেটার-পদ্ধতি ব্যবহার করে কেনাকাটা করলে ৬০ হাজার পর্যন্ত রিওয়ার্ডের সুযোগ।
৬. আমাজন পে ব্যবহার করে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে শপিংয়ে পাবেন ৫ শতাংশ ছাড়।
৭. যে কোনও কার্ডে কেনাকাটা শেষে পাবেন আরও ৫ শতাংশ ছাড়।
৮. এছাড়াও থাকছে ২০০ টাকা শপিং ক্যাশব্যাকের সুযোগ।
তাহলে আর দেরি কেন? এখনও বেছে রাখুন কী কিনবেন প্রাইম সেলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.