Advertisement
Advertisement
Bratya Basu

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের, বাড়ল শিক্ষামন্ত্রীর নিরাপত্তা

আগে ওয়াই (Y) ক্যাটেগরির নিরাপত্তা পেতেন শিক্ষামন্ত্রী।

Z category security for minister Bratya Basu
Published by: Sayani Sen
  • Posted:March 5, 2025 9:36 pm
  • Updated:March 5, 2025 9:45 pm  

নব্যেন্দু হাজরা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের। বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা। আগে ওয়াই (Y) ক্যাটেগরির নিরাপত্তা পেতেন তিনি। বুধবার থেকে জেড (Z) ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন ব্রাত্য বসু।

Advertisement

গত ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল। অভিযোগ, ওইদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বাম ছাত্ররা। ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে সুর চড়াতে থাকে তারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছনোর আগে ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে একদল বাম ছাত্র। চলে স্লোগানিং। পালটা তাতে বাধা দেয় টিএমসিপি। দু’পক্ষের হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। তারই মাঝে শুরু হয় ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা। আচমকা সভাস্থলে পৌঁছে যায় বিক্ষোভকারীরা। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর শুরু হয়। আগুনও লাগিয়ে দেওয়া হয়। এরপর ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয়। ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও হয় তাঁর। বর্তমানে সুস্থ শিক্ষামন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। ৪ মার্চ, রাত থেকে ধরনায় শামিল পড়ুয়ারা। অরবিন্দ ভবনের সামনে বুধবারও ধরনা চলছে। উপাচার্য ভাস্কর গুপ্তকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার ডেডলাইন বেঁধে দেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রানে’র মামলা দায়েরের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এই ধারাবাহিক উত্তেজনার জেরে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়ল বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement