সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়া সম্পর্কের জের। এক মহিলার মাথায় হাতুড়ির বাড়ি মারলেন আরেক মহিলা। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার বেলায় এই রক্তারক্তি কাণ্ডে চাঞ্চল্য ছড়াল হাসপাতালের ভিতর। জখম ওই মহিলার প্রাথমিক চিকিৎসা হয়। তাঁর নাম প্রিয়াঙ্কা মজুমদার। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে খবর।
জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এক ব্যক্তি। স্বামীর এই কীর্তির কথা জেনে ফেলেছিলেন স্ত্রী। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদও ছিল। পরকীয়ার কারণে স্বামী তাঁর সঙ্গে কথাও বন্ধ করে দিয়েছেন। এমনই দাবি করেছেন আক্রান্ত মহিলা। সোমবার তিনি কোনও কাজ নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে হাসপাতালে গিয়েছিলেন। সেখানে স্বামী ও অপর মহিলাকে দেখে ফেলেন স্ত্রী।
এরপরই সটান তিনি দুজনের সামনে পৌঁছে যান। বিষয়টি নিয়ে কথা বলতে চান। যদিও স্বামী ও ওই মহিলা তাঁর সঙ্গে কোনও কথাই বলতে চাননি। অপর মহিলাকে পাশে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করেন প্রিয়াঙ্কা। সেসময় ওই মহিলা তাঁকে আক্রমণ করে বসেন। সঙ্গে থাকা ব্যাগ থেকে হাতুড়ি বার করে সজোরে মাথায় আঘাত করা হয় প্রিয়াঙ্কা মজুমদারের। মুহূর্তে মাথা ফেটে রক্তপাতের ঘটনা।
ঘটনার আকস্মিকতায় আশপাশের লোকজন হতচকিত হয়ে যান। পরে ওই আক্রান্তকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মাথায় ব্যান্ডেজ করা হয় তাঁর। আক্রান্তের অভিযোগ, ওই মহিলার সঙ্গে কথা বলতে চাওয়া হয়েছিল। তখনই তাঁকে গাজিগালাজ করা হয়। তারপরই হাতুড়ি মারা হয়। সাত বছর ধরে তাঁদের বৈবাহিক জীবন। কিন্তু স্বামীর এই পরকীয়ার জন্য সেই সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে বলেও তাঁর আক্ষেপ। এদিনের হামলায় তাঁর স্বামীও জড়িত বলে তিনি অভিযোগ করেছেন। আক্রান্ত মহিলা নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও খবর। ঘটনাটি হাসপাতালের ভিতর থাকা পুলিশকর্মীদের নজরেও এসেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.