Advertisement
Advertisement
Samik Bhattacharya

মুখ্যমন্ত্রী পদে বিজেপির মুখ কে? জবাব এড়িয়ে শীর্ষ নেতৃত্বের উপর দায় ঠেললেন শমীক

রাজ্যে গেরুয়া শিবিরের সাংগঠনিক দুর্বলতার কথা মেনে নিয়েছেন নয়া রাজ্য সভাপতি।

Who will be the CM face in upcoming election? BJP state president Samik Bhattacharya avoids to answer
Published by: Sucheta Sengupta
  • Posted:July 8, 2025 9:50 am
  • Updated:July 8, 2025 9:54 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বঙ্গে আসন্ন বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির মুখ কি শুভেন্দু অধিকারীই? নতুন দায়িত্ব নেওয়ার পর এ প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দেশের কোনও রাজ্যে বিজেপি কাউকে ‘মুখ’ করে নির্বাচন লড়ে না, দাবি করে এ বিষয়ে যাবতীয় দায় দলের সর্বভারতীয় নেতৃত্বের উপর চাপিয়ে দিয়েছেন তিনি। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিতর্ক রয়েছে দলের অন্দরে।

Advertisement

সোমবার রাতে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার অনুষ্ঠানে শমীককে প্রশ্ন করা হয়েছিল, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী ‘মুখ’ কি না? সরাসরি জবাব এড়িয়ে শমীক দাবি করেন, “এতগুলো রাজ্যে নির্বাচন লড়ছি। কোথাও কি কাউকে ‘মুখ’ করা হয়েছে?” সে সময় অসমে হিমন্ত বিশ্বশর্মাকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে অমিত শাহর আগাম ঘোষণা বঙ্গে দুর্বল সংগঠন করার প্রসঙ্গ মনে করিয়ে দেওয়া হয়। দৃশ্যতই বিব্রত রাজ্য বিজেপি সভাপতি এ বিষয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বের উপর দায় চাপিয়ে বলেন, “পার্টি যদি মনে করে তা হলে করতেই পারে!”

এদিন প্রশ্নোত্তর পর্বে শমীক স্বীকার করে নিয়েছেন দলের সাংগঠনিক দুর্বলতার কথা। বিধানসভা ভোটে সব বুথে এজেন্ট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “সব বুথে এজেন্ট দিতে পারব, এমন অবাস্তব দাবি তো বিজেপি করছে না।” একইসঙ্গে মানুষের রাজনৈতিক বোধের উপর ভরসা রাখার কথা জানিয়ে শমীকের দাবি, “ভোটারদের নিজস্ব রাজনৈতিক বোধ আছে। তৃণমূলের লোকেরাই আমাদের ভোট দেবে। পরের ভোটে তৃণমূল হারতে চলেছে। হারবে।” এছাড়া আর জি কর কাণ্ড-সহ বিভিন্ন মামলায় সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন করা হয় বিজেপির নয়া রাজ্য সভাপতিতে। জবাবে তিনি বলেন, “আমি সরকারের লোক নই। সিবিআইয়ের মুখপাত্রও নই। তবে দলের পক্ষ থেকে বলতে পারি, সিবিআইয়ের তদন্তের দীর্ঘসূত্রিতায় আমরা ক্ষুব্ধ, বিরক্ত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement