Advertisement
Advertisement
ED

ভিসা পেতে কী তথ্য দিয়েছিল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার আজাদ? বিদেশমন্ত্রকের কাছে জানতে চাইল ইডি

ছয় বছর আগে আদতে পাকিস্তানি আজাদ বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেয়েছিল।

What information did Azad provide to get visa? ED asks External Affairs Ministry
Published by: Subhankar Patra
  • Posted:June 3, 2025 4:10 pm
  • Updated:June 3, 2025 4:18 pm  

অর্ণব আইচ: পাসপোর্ট জালিয়াতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছে আজাদ মল্লিক। প্রথমে বাংলাদেশি নাগরিক বলে মনে করা হলেও তদন্তে উঠে আসে সে আদতে পাকিস্তানি। এবার তার ভারতীয় ভিসার তথ্য চেয়ে বিদেশমন্ত্রকের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। সে কী করে ভিসা পেলেন? কি, কি তথ্য জমা দিয়েছে তা জানতে চেয়েছে ইডি।

জাল পার্সপোট মামলায় আজাদকে গ্রেপ্তারের পর উঠে আসে সে বাংলাদেশি নাগরিক। নাম আজাদ হোসেন। তদন্ত এগোতেই প্রকাশ্যে আসে আজাদ নাম ভাঁড়িয়ে ভারতে এসেছে। সে আদতে পাকিস্তানের বাসিন্দা। নাম আজাদ মল্লিক। বছর ছয় আগে বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেয়েছিল আজাদ। বাংলাদেশ থেকে ভিসার আবেদন করে সে। এরপরই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। নথি ঠিক মতো যাচাই করা হয়েছিল কি না? ভিসার জন্য কী কী নথি দিয়েছিল? এই সব প্রশ্নের উত্তর জানতেই বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছে ইডি।

ভারত-পাক সংঘর্ষের আবহে প্রশ্ন উঠছে আজাদ পাকিস্তানের চর নয় তো? আজাদ একাধিক পাকিস্তানি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখত সেই প্রমাণ পাওয়া গিয়েছে। ফোন থেকে উদ্ধার হয়েছে পাসপোর্ট বানানোর প্রচুর নথি। এবার তার ভিসা সংক্রান্ত তথ্য চাইল ইডি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement