Advertisement
Advertisement
WBJEE

OBC জট কাটায় আগামী মাসেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, দিনঘোষণা বোর্ডের

গত ২৭ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল।

WBJEE Result 2025: Board announces date of result on August 7

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:July 31, 2025 2:11 pm
  • Updated:July 31, 2025 2:44 pm  

ধীমান রক্ষিত: কেটেছে ওবিসি জট। তিনমাসেরও বেশি সময় পর এবার প্রকাশিত হতে চলেছে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। আগামী ৭ আগস্ট ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা জানালেন বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। চলতি বছর গত ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। তিনমাস কেটে গেলেও ফলপ্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েন পরীক্ষার্থীরা। কেউ কেউ আর অপেক্ষা না করে অন্যত্র ভর্তিও হয়েছেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ায় দ্রুত ফলপ্রকাশে তৎপর হয় বোর্ড। এদিন ঘোষণা করা হল, আগামী ৭ আগস্ট ফলাফল প্রকাশিত হবে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,  ফলপ্রকাশের জন্য তৈরিই ছিল বোর্ড। কিন্তু মাঝে  অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি সংক্রান্ত মামলা বিচারাধীন হওয়ায় সেই প্রক্রিয়া থমকে যায়। পরে সুপ্রিম কোর্টের বিচারে জটিলতা কেটে যাওয়ায় বুধবার উচ্চশিক্ষা দপ্তরের তরফে জয়েন্ট বোর্ডকে ফলপ্রকাশের নির্দেশ দেয়। সেইমতো প্রস্তুতি শুরু করে বোর্ড। বুধবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। 

এদিন বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, আজ অর্থাৎ ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের নিজেদের ‘ক্যাটাগরি’ নির্দিষ্ট করে লিখতে হবে। এই কাজের জন্য একটি লিঙ্কও দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পূরণ করা সেই তালিকা দেখে আগামী ৭ আগস্ট চূড়ান্ত ফলপ্রকাশ করা হবে। ওইদিন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে সকলে দেখতে পাবেনে নিজেদের ফল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement