Advertisement
Advertisement
WBCS officers

‘কঠিন পরিস্থিতিতে নিষ্ঠার সঙ্গে কাজ’, রাজ্যের অফিসারদের সাসপেন্ড পুনর্বিবেচনা চায় অ্যাসোসিয়েশন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, রাজ্য নিজের আধিকারিকদের রক্ষা করবে।

WBCS officers association express concerns over officers suspension notice by Election Commission
Published by: Subhajit Mandal
  • Posted:August 7, 2025 9:16 am
  • Updated:August 7, 2025 9:16 am   

স্টাফ রিপোর্টার: রাজ্যের দুই অফিসারকে জাতীয় নির্বাচন কমিশন সাসপেন্ড করার ঘটনায় চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করল ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশন। বুধবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়ে সংগঠনের আর্জি, এই সাসপেনশনের নির্দেশ পুনর্বিবেচনার জন্য রাজ্য পদক্ষেপ করুক।

Advertisement

ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশনের দাবি, নির্বাচন কমিশন যাঁদের সাসপেন্ড করার কথা বলছে, ওই অফিসারদের ‘কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেননি এবং তাঁরা কঠিন পরিস্থিতিতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন’ বলে জানিয়ে মুখ্যসচিবকে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পেশ করার আবেদন করেছে। সংগঠনের বক্তব্য, ‘স্বচ্ছতা ও সহানুভূতির সঙ্গে সুবিচার হোক, সেটাই কাম্য’। রাজ্যে ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারদের এই সংগঠন চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন যে ওই অফিসারদের পাশেই রয়েছে সংগঠন।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, রাজ্য নিজের আধিকারিকদের রক্ষা করবে। বুধবার মুখ্য নির্বাচন কমিশনারকে অমিত শাহর ‘হাতের পুতুল’ ‘বন্ডেড লেবার’, ‘দালাল’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন তিনি কোনও অফিসারকে শাস্তি দেবেন না। বরং তাঁদের রক্ষা করবেন। বাংলার ভোট হতে অনেক দেরি। এখনই কমিশনের নির্দেশিকার নামে ‘চোখরাঙানি’ মানবেন না। কমিশনকে নিশানা করে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “চারজন অফিসারকে সাসপেন্ড করার জন্য নোটিস পাঠানো হয়েছে। আমার প্রশ্ন, ভোট কি ঘোষণা হয়েছে? কোন আইনে নোটিস পাঠিয়ে দিয়ে এফআইআর করতে বলছে। হবে না, আমি কাউকে শাস্তি দেব না। অফিসারদের বলব আপনাদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, কিন্তু কেউ ভয় পাবেন না। আমি আছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ